আজই সাঁতরাগাছিতে এসে পৌঁছল বন্দেভারত এক্সপ্রেসের নতুন ট্রেন। হাওড়া রাঁচি অথবা হাওড়া পুরী রুটে চালানো হবে এই ট্রেন। কারণ এই দুই রুটে বছরের কোনও সময় যাত্রীর অভাব হয় না। কয়েকদিনের ছুটি পেলেই পুরীতে ঘুরে আসেন পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ। বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে আরও কম সময় পুরী ঘুরতে আসতে পারবেন তাঁরা।
রেল সূত্রে খবর, শীঘ্রই হাওড়া-পুরী বা হাওড়া রাঁচি রুটের এই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হতে চলেছে। যে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল ফ্যাক্টরি (আইসিএফ) থেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে সাঁতরাগাছি স্টেশনে এই বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে রেল সূত্রে খবর।