Vande Bharat Express: হাওড়া-পুরী না হাওড়া রাঁচি...? কোন রুটে ছুটবে বাংলার নতুন বন্দে ভারত এক্সপ্রেস? কবে শুরু পরিষেবা? বিগ আপডেট
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Vande Bharat Express: বাংলার ঝুলিতে আরও এক বন্দে ভারত এক্সপ্রেস। ঝাঁ চকচকে ট্রেন পৌঁছল সাঁতরাগাছি! শীঘ্রই শুরু হতে চলেছে পরিষেবা। বাংলার জন্য বন্দে ভারতের বিগ আপডেট।
advertisement
advertisement
advertisement
আজই সাঁতরাগাছিতে এসে পৌঁছল বন্দেভারত এক্সপ্রেসের নতুন ট্রেন। হাওড়া রাঁচি অথবা হাওড়া পুরী রুটে চালানো হবে এই ট্রেন। কারণ এই দুই রুটে বছরের কোনও সময় যাত্রীর অভাব হয় না। কয়েকদিনের ছুটি পেলেই পুরীতে ঘুরে আসেন পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ। বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে আরও কম সময় পুরী ঘুরতে আসতে পারবেন তাঁরা।
advertisement
রেল সূত্রে খবর, শীঘ্রই হাওড়া-পুরী বা হাওড়া রাঁচি রুটের এই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হতে চলেছে। যে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল ফ্যাক্টরি (আইসিএফ) থেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে সাঁতরাগাছি স্টেশনে এই বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে রেল সূত্রে খবর।
advertisement
advertisement
advertisement







