Scam || Jiban Krishna Saha: 'কী' কারণে পুকুরে ফোন ফেলেছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ...? নিয়োগ দুর্নীতি কাণ্ডে CBI-এর পর্দাফাঁস!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Scam || Jiban Krishna Saha: ফোনে যে গুরুত্বপূর্ণ তথ্য় রয়েছে তা আগেই আঁচ করেছিলেন তদন্তকারীরা। সেকারণেই এত ঘণ্টার তল্লাশি। পাশাপাশি সন্দেহ করা হচ্ছে তথ্য অন্য জায়গায় সরিয়ে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কি সেদিন ফোন পুকুরে ফেলেছিলেন বিধায়ক? তিনদিন তল্লাশি, জিজ্ঞাসাবাদ টানাপোড়েনের পর নাটকীয়ভাবে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তুলকালাম পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ক্রমশ চওড়া হচ্ছে অভিযুক্তদের তালিকা। তাতে নেতা-মন্ত্রী থেকে হেভিওয়েট আমলা, কে নেই! এই তালিকার এবার নবতম সংযোজন মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও নদিয়ার তাপস সাহা। টানা তিনদিন তল্লাশি, জিজ্ঞাসাবাদ টানাপোড়েনের পর নাটকীয়ভাবে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে সিবিআই হেফাজতেই রয়েছেন শাসকদলের বিধায়ক।
সিবিআই জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়কের বিরুদ্ধে নিজের জোড়া মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, অসুস্থতার বাহানা দিয়ে বাথরুমে যাওয়ার নাম করে পাশের পুকুরে নিজের ফোন ফেলে দেন জীবনবাবু। গোটা দুদিন ধরে সেই মোবাইল উদ্ধার করে আনতে রীতিমতো নাজেহাল হতে হয় সিবিআইকে।
advertisement
advertisement
বুলডোজার থেকে জল তোলা মেশিন কাদা থেকে সেই বিতর্কিত ফোন উদ্ধার করতে মাথার ঘাম পায়ে করে ফেলে সিবিআই। শেষমেষ বহু তল্লাশির পর ফোন উদ্ধার হয়। সেই ফোন দুটি নিয়মমতো এরপরে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। এবার সেই ফোনেই মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
advertisement
সূত্রের খবর, সিবিআই তরফে আদালতে জানানো হয়েছে যে, জীবনের ফোন থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি অডিয়ো ফাইল উদ্ধার করা হয়েছে। সেই অডিয়োগুলিতে কার গলা রয়েছে তা তদন্ত করে দেখতে চায় সিবিআই। পাশাপাশি বিধায়কের কণ্ঠস্বর ও হাতের লেখা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও জানানো হয়েছে। এসব তথ্যের উপর ভিত্তি করে জীবনকে ফের হেফাজতে চেয়েছে সিবিআই।
advertisement
মঙ্গলবারই সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয় জীবনবাবুকে। বিধায়কের ফোন থেকে একাধিক তথ্য উদ্ধার হওয়ায় তাকে ফের নিজেদের হেফাজতে রাখতে চায় সিবিআই। শুনানি শেষে এদিন তৃণমূল বিধায় জীবনকৃষ্ণকে আরও পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
প্রসঙ্গত, জীবন কৃষ্ণের ফোনে যে গুরুত্বপূর্ণ তথ্য় রয়েছে তা আগেই আঁচ করেছিলেন তদন্তকারীরা। সেকারণেই এত ঘণ্টার তল্লাশি। পাশাপাশি সন্দেহ করা হচ্ছে তথ্য অন্য জায়গায় সরিয়ে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কি সেদিন ফোন পুকুরে ফেলেছিলেন বিধায়ক? চলছে তদন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 6:19 PM IST