১২০০ টাকায় ছুঁয়ে নিন মেঘ! গরমের ছুটিতে নামমাত্র খরচে ঘুরে আসুন পাহাড়ের এই হিল স্টেশন

Last Updated:

Tourism Exciting offbeat package:গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমিয়েছেন উত্তরবঙ্গ। একটা সময় বাঙালির কাছে পাহাড় দর্শন মানেই ছিল দার্জিলিং কিংবা কালিম্পং। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই শৈল শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটু অচেনা পর্যটনকেন্দ্রগুলি।

ট্যুর ডেস্টিনেশন: গরম পড়তে না পড়তেই হুড়মুড়িয়ে পারদ চড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাহাড়ে বেড়ানোর প্রবণতা। কিন্তু বেড়ানোর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাজেট। পকেট পুষিয়ে দুর্দান্ত একটা ট্যুর প্ল্যান ছকে ফেলতে মরিয়া পর্যটনপ্রেমীরা।
ইতিমধ্যেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমিয়েছেন উত্তরবঙ্গ। অনেকেই চাইছেন এই গরমে খানিকটা স্বস্তির জন্য পাহাড় থেকে ঘুরে আসতে। একটা সময় বাঙালির কাছে পাহাড় দর্শন মানেই ছিল দার্জিলিং কিংবা কালিম্পং। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই শৈল শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটু অচেনা পর্যটনকেন্দ্রগুলি।
advertisement
advertisement
আপনিও কী গরমের ছুটিতে বেড়ানোর জন্য খুঁজছেন এমন কোনও অফবিট জায়গা? তাহলে আজ এই প্রতিবেদনে আপনাকে সেই জায়গারই খোঁজ দিতে চলেছি আমরা। আমাদের আজকের ডেস্টিনেশন দারাগাঁও (Daragaon)। পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি খুবই মনমুগ্ধকর। এই এলাকার চারপাশ জুড়ে রয়েছে লম্বা লম্বা পাইন গাছ। এছাড়াও তিস্তা নদী এখানকার অন্যতম আকর্ষণ। এই গ্রাম ঘিরে আছে সিঙ্কোনা গাছ।
advertisement
উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাতে আপনারা দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। টাইটানিক ভিউ পয়েন্ট রয়েছে খুব কাছেই। আপনার মন জয় করার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাহাড়। কালিম্পং, লাভা, লোলেগাঁও কিংবা পেডং এর মতো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন দারাগাঁও থেকেই। এছাড়াও এখানে রয়েছে ট্রেকিং করার সুবিধা। কাছেই ডেলো পাহাড়। ইচ্ছে করলেই ঘুরে আসা যায়।
advertisement
এই জায়গায় দারুণ ছিমছাম ও সুন্দর কিছু হোম স্টে রয়েছে থাকার জন্য। বারোশো টাকা প্রতি রাত্রি পিছু খরচে আপনি থাকতে পারেন। দারাগাঁও শিলিগুড়ি থেকে ৮২ কিলোমিটার ও কালিম্পং থেকে ১৭ কিলোমিটার। শেয়ারে কিংবা গাড়ি বুক করে আপনারা সহজেই এই জায়গায় পৌঁছে যেতে পারেন। আর হারিয়ে যেতে পারেন মেঘরাজ্যে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
১২০০ টাকায় ছুঁয়ে নিন মেঘ! গরমের ছুটিতে নামমাত্র খরচে ঘুরে আসুন পাহাড়ের এই হিল স্টেশন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement