তেতো হলেও স্বাস্থ্যের উপকারে অমৃতের সমান করলা...! কিন্তু এর সঙ্গে ভুলেও খাবেন না এই ৫ জিনিস! শরীরের বিরাট ক্ষতি করে ফেলবেন অজান্তেই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
করলার সঙ্গে ভুলেও খাবেন না এই ৫খাবার শরীরের বিরাট ক্ষতি! হিতে বিপরীত হওয়ার চরম আশঙ্কা!
advertisement
advertisement
advertisement
করলা খেলে পেট সংক্রান্ত রোগও সেরে যায়। লিভার-অ্যাজমা রোগীদের অবশ্যই করলা খেতে হবে। করলা খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অ্যাসিডিটির সমস্যাও হয় না। কিন্তু কমই মানুষ জানেন করলা খাওয়ার পর কিছু জিনিস ভুল করেও খাওয়া উচিত নয়। এ কারণে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নিই করলার সঙ্গে বা পরে কোন জিনিসগুলি খাওয়া উচিত নয়।
advertisement
করলা খাওয়ার পরও এই ৫টি খাবার খাবেন না দুধ করলা ও দুধ একসঙ্গে খেলে স্বাস্থ্যের জন্য তা শত্রুর মতো কাজ করে। তাই উভয়ই একসঙ্গে খাওয়া উচিত নয়। এর কারণে পেটের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোষ্ঠকাঠিন্য, ব্যথা এবং পেটে জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। আপনি যদি ইতিমধ্যেই পেটের সমস্যায় ভুগতে থাকেন তবে এটি আরও বিপজ্জনক হতে পারে।
advertisement
দই দই এবং বাটার মিল্ক অনেকেরই পছন্দ। গরমে খাওয়াও হয় দেদার। করলার তরকারি বা ভাজা করলা বা এই সবজি দিয়ে বানানো অন্য কোনও জিনিস খেলে তার পর দই ও ঢেঁড়স ভুলেও খাবেন না। কারণ দই ও বাটারমিল্কে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, যা করলার পুষ্টি উপাদানের সঙ্গে কাজ করে ত্বকে র্যাশ ও চুলকানির কারণ হতে পারে। তাই করলা এবং দই-বাটার একসাথে খাওয়া উচিত নয়।
advertisement
advertisement
advertisement