করলা খেলে পেট সংক্রান্ত রোগও সেরে যায়। লিভার-অ্যাজমা রোগীদের অবশ্যই করলা খেতে হবে। করলা খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অ্যাসিডিটির সমস্যাও হয় না। কিন্তু কমই মানুষ জানেন করলা খাওয়ার পর কিছু জিনিস ভুল করেও খাওয়া উচিত নয়। এ কারণে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নিই করলার সঙ্গে বা পরে কোন জিনিসগুলি খাওয়া উচিত নয়।
করলা খাওয়ার পরও এই ৫টি খাবার খাবেন না
দুধ
করলা ও দুধ একসঙ্গে খেলে স্বাস্থ্যের জন্য তা শত্রুর মতো কাজ করে। তাই উভয়ই একসঙ্গে খাওয়া উচিত নয়। এর কারণে পেটের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোষ্ঠকাঠিন্য, ব্যথা এবং পেটে জ্বালাপোড়ার সমস্যা হতে পারে। আপনি যদি ইতিমধ্যেই পেটের সমস্যায় ভুগতে থাকেন তবে এটি আরও বিপজ্জনক হতে পারে।
লুচির সঙ্গে আলুর দম, মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন - এ তো একেবারে মানিকজোড়! রসনাতৃপ্তির স্বর্গীয় অনুভূতির রহস্যটা লুকিয়ে আছে এর মধ্যেই! অনেকে আবার মাখনে ঠাসা পরোটার সঙ্গে ঠান্ডা টক দইও খেতে ভালবাসেন। তবে তাঁরা হয়তো জানেন না যে, এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।