TRENDING:

Bangla News: দিল্লি থেকে হেঁটে আসছেন দক্ষিণেশ্বর! ভিনরাজ্যের এই যুবক কী চান, শুনলে চমকে উঠবেন

Last Updated:

Bangla News: বেকারত্বের মহাজ্বালা! ভবতারিনীর কাছে প্রার্থনা জানাতে পদব্রজে রওনা যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : বেকারত্বের মহাজ্বালা। সেই জ্বালা থেকে মুক্তি দিতে সহায় হতে পারেন মা ভবতারিনী। তাই তাঁর কাছে প্রার্থনা জানাতে দিল্লি থেকে পায়ে হেঁটে রওনা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। উত্তরপ্রদেশের ইটাহার জেলার বাসিন্দা যুবক সুদেশ কুমার। তিনি বিগত দু’মাস আগে দিল্লি থেকে শুরু করেছেন যাত্রা। প্রায় ১২-১৩০০ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে তিনি এসে পৌঁছেছেন আসানসোলে। লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। খুব শীঘ্রই মা ভবতারিণীর সামনে গিয়ে নিজের প্রার্থনা জানাতে চান উত্তরপ্রদেশের এই যুবক।
advertisement

বর্তমানে সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে রওনা দিচ্ছেন লাদাখ, তো কেউ আবার যাচ্ছেন কেদারনাথের দিকে। অনেকেই আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন ভারত ভ্রমণের জন্য। বিভিন্ন জনের সঙ্গে থাকছে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা। এমত অবস্থায় বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে দক্ষিণেশ্বর মুখী হয়েছেন উত্তরপ্রদেশের যুবক। উত্তর প্রদেশের ইটাহার থেকে তিনি প্রথমে পৌঁছন দিল্লি। সেখান থেকে পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বর মুখী হয়েছেন। যাত্রাপথে সঙ্গী আসে অনন্য সব মুহূর্ত।

advertisement

আরও পড়ুন: এতদিন যা করেননি, শুভেন্দুর নন্দীগ্রামে এবার তাই করবেন অভিষেক! তুমুল চমক তৃণমূলের

View More

সুদেশ কুমার জানিয়েছেন, তিনি দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করবেন, যাতে দেশজুড়ে যে বেকারত্বের সমস্যা রয়েছে, তা শীঘ্র মিটে যায়। কারণ বেকারত্বের সমস্যায় সবথেকে ভুক্তভোগী যুবসমাজ। অন্যদিকে যাত্রাপথে বিভিন্ন মানুষের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন মানবিকতার বার্তা।

advertisement

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়া আইনজীবীদের জন্য চমক, ‘খোকাবাবুর বাড়ি’ নিয়ে বিস্ফোরক অধীর

লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসায় খুশি সুদেশ কুমার। দেশমাতৃকাকে সম্মান জানাতে তাঁর সঙ্গী জাতীয় পতাকা। যদিও তিনি ফেরার সময় ট্রেনেই বাড়ি ফিরবেন। তবে তার আগে দক্ষিণেশ্বরে জানিয়ে যাবেন নিজের মনস্কামনা। উত্তরপ্রদেশের যুবকের এই চিন্তাভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—– Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দিল্লি থেকে হেঁটে আসছেন দক্ষিণেশ্বর! ভিনরাজ্যের এই যুবক কী চান, শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল