বর্তমানে সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে রওনা দিচ্ছেন লাদাখ, তো কেউ আবার যাচ্ছেন কেদারনাথের দিকে। অনেকেই আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন ভারত ভ্রমণের জন্য। বিভিন্ন জনের সঙ্গে থাকছে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা। এমত অবস্থায় বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে দক্ষিণেশ্বর মুখী হয়েছেন উত্তরপ্রদেশের যুবক। উত্তর প্রদেশের ইটাহার থেকে তিনি প্রথমে পৌঁছন দিল্লি। সেখান থেকে পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বর মুখী হয়েছেন। যাত্রাপথে সঙ্গী আসে অনন্য সব মুহূর্ত।
advertisement
আরও পড়ুন: এতদিন যা করেননি, শুভেন্দুর নন্দীগ্রামে এবার তাই করবেন অভিষেক! তুমুল চমক তৃণমূলের
সুদেশ কুমার জানিয়েছেন, তিনি দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করবেন, যাতে দেশজুড়ে যে বেকারত্বের সমস্যা রয়েছে, তা শীঘ্র মিটে যায়। কারণ বেকারত্বের সমস্যায় সবথেকে ভুক্তভোগী যুবসমাজ। অন্যদিকে যাত্রাপথে বিভিন্ন মানুষের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন মানবিকতার বার্তা।
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়া আইনজীবীদের জন্য চমক, ‘খোকাবাবুর বাড়ি’ নিয়ে বিস্ফোরক অধীর
লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসায় খুশি সুদেশ কুমার। দেশমাতৃকাকে সম্মান জানাতে তাঁর সঙ্গী জাতীয় পতাকা। যদিও তিনি ফেরার সময় ট্রেনেই বাড়ি ফিরবেন। তবে তার আগে দক্ষিণেশ্বরে জানিয়ে যাবেন নিজের মনস্কামনা। উত্তরপ্রদেশের যুবকের এই চিন্তাভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ।
—– Nayan Ghosh