TRENDING:

Bangla News: সোনার দোকানে এভাবে চুরি! এমনও সম্ভব? হাবড়ার ভিডিও দেখে চমকে উঠছে সকলে

Last Updated:

Bangla News: হাতের কারসাজিতে সোনার দোকানে এভাবে চুরি! ভাইরাল সিসিটিভি ফুটেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে দিনে দুপুরে সোনার দোকানে ঢুকে হাতের কারসাজিতে গায়েব হল ৮ টি সোনার চেন। সোনার দোকানে দুঃসাহসিক সেই চুরির সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে এলাকাবাসীরাও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement

জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বিশ্বাস আটি বাজারে একটি সোনার দোকানে ভর দুপুরে সোনার গহনা কেনার নাম করে দোকানে আসে দুই যুবক। দোকানের মালিককে অন্যমনস্ক করে দোকান থেকে একটি সোনার চেনের পুঁটুলি হাতের কারসাজিতে নিয়ে চম্পট দেয়। এরপরই দোকান মালিক বিষয়টি বুঝতে পেরেই, বাইরে বেরিয়ে এসে চোরদের ধরার চেষ্টা করলেও, ততক্ষণে ওই দুই যুবক মগড়ার দিকে গাড়ি নিয়ে চম্পট দেয় বলে জানা যায়। এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হতেই খোঁজ চলে তাদের। খবর দেওয়া হয় হাবরা থানায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিদের খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: এবার রাজ্যের ‘হেভিওয়েট’ মন্ত্রীকে দিল্লিতে তলব ইডি-র! কী হতে পারে, তুঙ্গে জল্পনা

View More

তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চুরির দৃশ্য। যেখানে দুই যুবকের সোনার দোকানে হাতের কার সাজিতে চেইন ভর্তি ব্যাগ সরিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি ক্যামেরাবন্দী হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই দোকানে চুরির আগেও বাজারের আরও দুটি সোনার দোকানে চুরির উদ্দেশেঢুকেছিলেন ওই যুবকরা। তবে সেখান থেকে কিছুই চুরি করতে পারেননি তারা।

advertisement

আরও পড়ুন: ১ যুবক সহ তিন নাবালককে ঘরে আটকে এ কী করলেন তৃণমূল নেতা! তুঙ্গে বিতর্ক

গোটা ঘটনায় আতঙ্ক তৈরি হতেই ঘটনাস্থল খতিয়ে দেখতে আসেন হাবরা এসডিপিও রোহিত শেখ সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন থানায় এলাকায় ওই দুই চোরের তথ্য দিয়ে, সন্ধানে চালানো হচ্ছে। আমরা সহ বিস্তীর্ণ এলাকায় চলছে নাকা চেকিং। এখন দেখার এলাকা বাসীদের আতঙ্ক মুক্ত করতে কতক্ষণে চোরদের ধরতে পারে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

——— Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সোনার দোকানে এভাবে চুরি! এমনও সম্ভব? হাবড়ার ভিডিও দেখে চমকে উঠছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল