জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করার জন্য অনেক পড়ুয়া হচ্ছে অসুস্থ। একদিকে জলের মধ্যে দাঁড়িয়ে চলছে পঠন-পাঠন অন্যদিকে ক্লাসরুমের মধ্যের জলের মাছ থাকায় মাছ ধরতে ব্যস্ত বিদ্যালয়ের কচিকাঁচারা। এই অবাক করা চিত্র প্রত্যেক বছর যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এদের। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় জল মগ্ন পরিস্থিতি হয় প্রত্যেক বছরই। প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাটু সমান জল, সেই জলে ভাসছে মাছ। আর ক্লাসরুমে মাছ ধরতে ব্যস্ত স্কুলের পড়ুয়ারা।
advertisement
নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লক বিডিও সৌগত সাহা বলেন বিদ্যালয়টি একটি নিচু স্থানে হওয়ার কারণে বর্ষাকাল আসলেই জলমগ্ন পরিস্থিতি হয়, পাশাপাশি বিডিও স্বীকার করেন বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ যেমন রয়েছে তেমন ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গি হওয়ার প্রবণতা রয়েছে। তবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আগামী দিনে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ করা হবে।
Mainak Debnath