Mamata Banerjee: 'ছোটবেলায় পাইনি, আফসোস ছিল ', কোন আফসোসের কথা মনে পড়ল মমতার? বীরভূমের সভা থেকে যা বললেন মুখ্যমন্ত্রী
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Mamata Banerjee: বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার করলেন বড় প্রশাসনিক সভা। উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস হয়ে গেল প্রায় ১,১৪২ কোটি টাকার প্রকল্পের। প্রশাসনিক সভা থেকেই মমতা বলেন, ‘আমরা ছোটবেলায় সাইকেল পাইনি, সেটার আফসোস ছিল।'
বীরভূম: বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার করলেন বড় প্রশাসনিক সভা। উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস হয়ে গেল প্রায় ১,১৪২ কোটি টাকার প্রকল্পের। প্রশাসনিক সভা থেকেই মমতা বলেন, ‘আমরা ছোটবেলায় সাইকেল পাইনি, সেটার আফসোস ছিল। আমি যা পাইনি, সেটা ছোটদের দেওয়ার ইচ্ছা ছিল।’
আরও পড়ুনঃ ভেন্ডর মুক্ত সন্ধ্যার কল্যাণী স্পেশ্যাল! চালানোর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের
তিনি আরও বলেন, ‘ইলেভেনে উঠলে স্মার্ট ফোন পায়। কন্যাশ্রীর মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তিনবার টাকা পায়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বেকারত্বের হার কমেছে। দারিদ্র্য সীমার নিচে ২ কোটি মানুষকে নিয়ে এসেছি। ডেউচা পাঁচামিতে আদিবাসী মানুষের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে কোনো গাছকে না কেটে পাশে ফরেস্ট করে দেওয়া হয়েছে।’
advertisement
advertisement
মঙ্গলবার, ফের এনআরসি (ফের জাতীয় নাগরিকপঞ্জি) নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোটার লিস্টে নাম তোলার নামে NRC করার চেষ্টা। সবাই নাম ভোটার লিস্টে তুলবেন। না তুললে ছেড়ে কথা বলবেন না।’’
advertisement
বিহারের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়েও প্রথম থেকেই প্রশ্ন তুলেছে তৃণমূল-সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি। এদিন ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি হচ্ছে বলেই কেন্দ্রকে ফের ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'ছোটবেলায় পাইনি, আফসোস ছিল ', কোন আফসোসের কথা মনে পড়ল মমতার? বীরভূমের সভা থেকে যা বললেন মুখ্যমন্ত্রী