বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি বিশেষ সূত্রে নিজস্ব গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল। সেই অনুযায়ী সোমবারসাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়া এলাকায় গোপনে অপেক্ষা করতে থাকে বিএসএফ দল।
আরও পড়ুন: অনুব্রত তিহাড়ে, কলকাতায় হঠাৎ এমন একজন এল CBI-এর কাছে, ফাঁস হবে বিরাট তথ্য?
advertisement
কিছু পরেই বাংলাদেশ থেকে দুই চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে আসে। তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফ তাদের দাঁড়াতে বলে। কিন্ত তারা বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে। কিন্ত ওই দুই পাচারকারীকে ধরতে পারা যায়নি।
আরও পড়ুন: ছাদে ওটা কী পড়ে! হঠাৎ ধুপ করে আওয়াজ! কাঁদতে-কাঁদতে সবাই ছুটল হাসপাতাল
এরপরেই পাচারকারীদের ফেলে যাওয়া সামগ্রীর তল্লাশি শুরু করে সীমান্ত প্রহরীরা।উদ্ধার হয় একটি জার। যেখানে লেখা রয়েছে মেডইন ফ্রান্স। সেই জারের মধ্যে তরল দ্রব্য কোবরা সাপের বিষ বলে মনে করছে বিএসএফ।
------সুস্মিতা গোস্বামী