আরও পড়ুনঃ প্রতিমায় গ্যারান্টি! পাঁচ বছর রঙ টিকে থাকবে, দুই শিল্পীর মাটির সাজের প্রতিমা ভাইরাল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নির্মীয়মাণবাড়িতে শ্রমিকরা যখন কাজ করছিল, সেই সময় এক যুবক ওই বাড়ির পাশ থেকে জল তোলা পাম্প চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময়ই বাড়ির শ্রমিকরা তাকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। তারপর ধৃত যুবকের হাত-পা বেঁধে বেধড়ক মারধর চালানো হয় বলেও অভিযোগ। ধৃত যুবক কথা না বলার জন্য তার মুখে গুঁজে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো ও লবণ। ঘটনার জেরে খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে। বহরমপুর থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে ধরে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় বাড়ির জলতোলা পাম্প হামেশায় চুরি হচ্ছিল। আজ তাকে হাতেনাতে ধরা হয়। ধৃত যুবকের বাড়ি বহরমপুর থানাড় কান্তনগর এলাকায় বলে জানা গিয়েছে।
advertisement
এলাকার বাসিন্দা উৎপল রাজবংশী জানান, ‘এলাকায় বেশ কিছু দিন ধরেই বাড়ির পাম্প চুরি যাচ্ছিল। আর আজকে হাতে নাতে ধরে ফেলা হয় তাকে।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যায় থানায়।’ এলাকার এক শ্রমিক জানান, ‘আমরা এখানে কাজ করছিলাম। তখনই দেখি পাম্প চুরি করে নিয়ে যাচ্ছিল। তখনই হাতে নাতে ধরে ওর গামছা দিয়ে বেঁধে রাখা হয়। এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে মুখে লবণ ও লঙ্কার গুঁড়ো দেওয়া হয়।
কৌশিক অধিকারী