Durga Puja 2023: প্রতিমায় গ্যারান্টি! পাঁচ বছর রঙ টিকে থাকবে, দুই শিল্পীর মাটির সাজের প্রতিমা ভাইরাল 

Last Updated:

Durga Puja 2023: মাটির সাজে রঙের গ্যারান্টি, নবর দোকানে মিলছে স্বল্পমূল্যে বড় দুর্গা প্রতিমা। এই গ্যারান্টি দিচ্ছেন প্রতিমা শিল্পী দুই ভাই অমিয় গায়েন ও অনিমেষ গায়েন।

+
প্রতিমায়

প্রতিমায় গ্যারান্টি!

রায়দিঘি: মাটির সাজে রঙের গ্যারান্টি, নবর দোকানে মিলছে স্বল্পমূল্যে বড় দুর্গা প্রতিমা। এই গ্যারান্টি দিচ্ছেন প্রতিমা শিল্পী দুই ভাই অমিয় গায়েন ও অনিমেষ গায়েন। প্রতিমার রঙ একবছর পর শ্যাম্পু দিয়ে ধুলেও কিছু হবে না। রঙ থেকে যাবে কম করে পাঁচবছর।
সামনেই বিশ্বকর্মা পুজো তারপর দুর্গাপুজো সেই জন্য এই মুহূর্তে চলছে জোরকদমে কাজ। এক একটি বড় দুর্গাপ্রতিমার সেট তাঁরা ২০ হাজার টাকায় দিচ্ছেন। সেই সঙ্গে রয়েছে রঙের গ্যারান্টি। বৃষ্টির জলেও রঙ উঠবে না একেবারে।
advertisement
advertisement
এই কাজ শুরু করেছিলেন অমিয় গায়েন নামের এক যুবক। তিনি ভাইকেও পরে সেই কাজ শেখান। এখন কিছু কর্মচারী নিয়োগ করেছেন তাঁরা। প্রতিমা তৈরি করতে গিয়ে তাঁরা দেখেছেন, বর্তমানে মাটির সাজের ঠাকুর বেশি তৈরির অর্ডার আসছে। প্রায় ৮০ শতাংশ ঠাকুর তৈরি হচ্ছে মাটির সাজের।
সেই জন্য তাঁরা নিজেদের ওয়ার্কশপে মাটির সাজের তৈরি ঠাকুর বেশি করে রাখছেন। শুধুমাত্র প্রতিমা তৈরি নয়। প্রতিমার অলংকরণ ও বিভিন্ন শৈল্পিক নিদর্শন দিয়ে ঠাকুরকে আরও সুন্দর করে তোলেন তাঁরা।
advertisement
ছোটবেলা থেকে এই কাজের সঙ্গে যুক্ত অমিয়। এখন এই কাজের পরিধি বেড়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন নতুন কিছু  করে নিজের শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যেতে চান তিনি। সেইজন্য কর্মচারীদের সঙ্গে রোজ কাজ করেন নিয়ম করে। ভবিষ্যতে এই ওয়ার্কশপটিকে আরও বড় আকারে তুলতে চান তিনি।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: প্রতিমায় গ্যারান্টি! পাঁচ বছর রঙ টিকে থাকবে, দুই শিল্পীর মাটির সাজের প্রতিমা ভাইরাল 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement