পঞ্চায়েত নির্বাচনে আশুরালী গ্রামসভার আসনে তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম প্রার্থী মনোনীত হয়েছে গ্রামের পাল পরিবার থেকেই। পরিবারের কাকা ও দুই ভাইপো লড়ছেন আশুরালী গ্রামসভা আসন থেকে। সম্পর্কে কাকা সন্ন্যাসী পাল ভোটে লড়ছেন সিপিআইএম থেকে। এক ভাইপো শান্তনু পাল তৃণমূল কংগ্রেস থেকে এবং অপর ভাইপো উত্তম পাল বিজেপির প্রার্থী। তিনজনেরই ছোটখাটো ব্যবসা রয়েছে। সন্ন্যাসী পালের দোকান রয়েছে কোলাঘাটে খড়িচক মোড়ে। তৃণমূল প্রার্থী শান্তনু পালের ফুলের ব্যবসা এবং বিজেপি প্রার্থী উত্তম পালের বাড়ির সামনে ছোটখাটো একটি দোকান।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের, দুই প্রধান মুখ মাঠের বাইরে! ‘অন্য’ পরিকল্পনা
একই পরিবারের এই তিনজনেরই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসাবে হাতে খড়ি। ভোট যেহেতু সামনে তাই প্রাথমিক ভোট প্রচার হিসেবে তিনপক্ষই দেওয়াল লিখন শুরু করেছে। শেষবার পঞ্চায়েত নির্বাচনে এই আসনটি বামেদের দখলে ছিল। তাই এবারেও জেতার ব্যপারে আশাবাদী পরিবারের কাকু অর্থাৎ সিপিআই এম প্রার্থী সন্ন্যাসী পাল। তৃণমূল প্রার্থী শান্তনু পালের দাবী, রাজ্যে জুড়ে উন্নয়নের জোয়ারে জয় মিলবে তার। অন্যদিকে অপর ভাইপো বিজেপি প্রার্থী উত্তম পালের দাবি, রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্বই তাদের জয় আসবে পঞ্চায়েত নির্বাচনে। তিন প্রার্থীই বাড়িবাড়ি প্রচার শুরু করেছেন ব্যবসার ফাঁকে ফাঁকে।
আরও পড়ুন: তৈরি তৃণমূলের স্পেশ্যাল ৫০! তুমুল চমক শাসক দলের, বিরাট পরিকল্পনা
তিন প্রার্থীই একই বাড়িতে বসবাস। নেই রাজনৈতিক বিদ্বেষ বা হিংসা। তিন প্রার্থীরই একটাই বক্তব্য শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হোক পঞ্চায়েত নির্বাচন। রাজনীতির ময়দানে যেই জিতুক কোনভাবেই হিংসার রেশ পরিবার বা গ্রামের মানুষের মধ্যে না পড়ে সেই আবেদনই করছেন তিন দলেরই প্রার্থী। এখন ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। কে শেষ হাসি হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।
—–Saikat Shee