Tmc Panchayat Election 2023: তৈরি তৃণমূলের স্পেশ্যাল ৫০! তুমুল চমক শাসক দলের, বিরাট পরিকল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Tmc Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের পূর্বে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছিল শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবেই তালিকার প্রথমেই রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত ভোটের পুরোদমে প্রচারে তৃণমূলের স্পেশ্যাল ৫০। শাসক দল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের কায়দায় হবে প্রচার। ছোট ছোট সভা, চায়ের দোকানে জমায়েতে বেশি করে জোর দেওয়া হবে। কেন্দ্রীয় বঞ্চনা আর বিরোধীরা এক, এই বিষয়টি তুলে ধরতে প্রচারে বেশি জোর দেওয়া হবে। এই ইস্যুতে প্রচারে ঝাঁপাবে তৃণমূল। প্রচারে জোর দেওয়া হবে দুই বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির জেলার উপর।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের তারকা প্রচারকদের নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবেই তালিকার প্রথমেই রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তালিকায় রয়েছেন অভিনেতা দেব, মিমি, সোহম, রাজ চক্রবর্তী, নুসরত। রয়েছেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।
advertisement
advertisement
স্টার ক্যাম্পেনারদের তালিকায় রয়েছেন সুব্রত বক্সি, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, রাজীব বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন কুণাল ঘোষ, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, স্বপন দেবনাথ, কৌশানি, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরা। এছাড়াও বেশ কিছু সাংসদ ও বিধায়কের নামও রয়েছে সেই তালিকায়।
advertisement
এছাড়াও স্টার ক্যাম্পেনার হিসেবে মহুয়া মৈত্র, শশী পাঁজা, সমীর চক্রবর্তী, মানস রঞ্জন ভুঁইয়া, কাকলি ঘোষ দস্তিদার, সিদ্দিকুল্লা চৌধুরি, মৌসম বেনজির নুরের নামও রয়েছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মহিলা ভোটারদের কাছে টানতে বুথ ভিত্তিক মহিলা টিম গড়ছে মহিলা তৃণমূল। যাঁরা কেবলমাত্র মহিলাদের কাছেই যাবেন। উদ্দেশ্য, রাজ্য সরকার মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প তৈরি করেছেন তা প্রচার করা এবং সমস্ত পরিষেবা পাচ্ছেন কি না তা জেনে নেওয়া। যদি না পেয়ে থাকেন তা পেতে সাহায্য করবে ওই মহিলা টিম। লক্ষ্য মহিলা ভোটারদের কাছে টানা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 2:39 PM IST