প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, শ্যামসুন্দরপুর এর কাছে রাস্তা পার হচ্ছিল হনুমানের একটি দল। সে সময় একটি দ্রুতগামী চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি হনুমানকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পূর্ণবয়স্ক হনুমানটি রাস্তার পাশে ছিটকে পড়ে। সেখানেই মৃত্যু হয় তার। সঙ্গে ছিল তার শাবক।
আরও পড়ুক: অভিষেকের ‘ভোটে’ কেন পুলিশ মোতায়েন? বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে শুভেন্দু
advertisement
মৃত মাকে প্রথমে এসে ওঠানোর চেষ্টা করে বার কয়েক। কিন্তু যখন সে ব্যর্থ হয়, তখন সে মৃত মায়ের গায়ের উপর হাত রেখে বসে থাকে। আগলে রাখে তার মাকে। অন্যান্য কয়েকটি হনুমান এসে ওই শাবকটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপরেই বিদ্রোহী হয়ে ওঠে রাম ভক্তরা। মৃত হনুমানকে ঘিরে তারা দীর্ঘক্ষণ ধরে বসেছিল।
আরও পড়ুক: ‘কালীঘাটের কাকু’ আসলে কী জানেন? কী এমন মিলল? ইডির পদক্ষেপে তোলপাড় বাংলা
স্থানীয় কয়েকজন মানুষ মৃত হনুমানটিকে সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর তারা বাধ্য হয়ে খবর দেন বন দফতরের কাছে। বেশ কয়েক ঘন্টা পরে বন দফতরের কর্মীরা এসে মৃত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন এলাকার মানুষ। মৃত মায়ের প্রতি ভালবাসা দেখে তারা চোখের জল আটকে রাখতে পারেন নি। একইসঙ্গে তারা গাড়ি চালকদের কাছে আবেদন করছেন, একটু যত্নশীল হয়ে গাড়ি চালানোর জন্য। নয়তো এমন অনেক নিরীহ প্রাণীর প্রাণ যায় শুধু শুধু। আর কষ্ট পেতে হয় এমন ছোট ছোট শাবকদের।
Nayan Ghosh