TRENDING:

Bangla News: হনুমানের মরমী মন! মা-কে হারালে কী হয়, এই ভিডিও দেখলে চোখে জল চলে আসবে

Last Updated:

Bangla News: দুর্ঘটনায় মৃত হনুমানটিকে ঘিরে রেখেছে তার অন্যান্য সঙ্গীরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উখরা, পশ্চিম বর্ধমান : মা শব্দটি অত্যন্ত ছোট হলেও, এর বিশালত্ব অনেক। পশ্চিম বর্ধমান জেলার উখরার শ্যামসুন্দরপুরের একটি ছবি আবারও প্রমাণ করছে সেই কথা। সেই ছবি হৃদয় বিদারক। যারা এই দৃশ্য দেখেছেন, তাদের কেউই চোখের জল আটকে রাখতে পারেন নি। কি হয়েছিল সেখানে? দেখা গিয়েছে একটি মৃত হনুমানকে আগলে রেখে বসে রয়েছে তার শাবকটি। দুর্ঘটনায় মৃত হনুমানটিকে ঘিরে রেখেছে তার অন্যান্য সঙ্গীরাও। মানুষের প্রযুক্তির দৌড়ের কাছে হার মেনে যাওয়া হনুমানটির কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি এই মনুষ্য জাতিকে।
advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, শ্যামসুন্দরপুর এর কাছে রাস্তা পার হচ্ছিল হনুমানের একটি দল। সে সময় একটি দ্রুতগামী চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি হনুমানকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পূর্ণবয়স্ক হনুমানটি রাস্তার পাশে ছিটকে পড়ে। সেখানেই মৃত্যু হয় তার। সঙ্গে ছিল তার শাবক।

আরও পড়ুক: অভিষেকের ‘ভোটে’ কেন পুলিশ মোতায়েন? বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে শুভেন্দু

advertisement

View More

মৃত মাকে প্রথমে এসে ওঠানোর চেষ্টা করে বার কয়েক। কিন্তু যখন সে ব্যর্থ হয়, তখন সে মৃত মায়ের গায়ের উপর হাত রেখে বসে থাকে। আগলে রাখে তার মাকে। অন্যান্য কয়েকটি হনুমান এসে ওই শাবকটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপরেই বিদ্রোহী হয়ে ওঠে রাম ভক্তরা। মৃত হনুমানকে ঘিরে তারা দীর্ঘক্ষণ ধরে বসেছিল।

advertisement

আরও পড়ুক: ‘কালীঘাটের কাকু’ আসলে কী জানেন? কী এমন মিলল? ইডির পদক্ষেপে তোলপাড় বাংলা

স্থানীয় কয়েকজন মানুষ মৃত হনুমানটিকে সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর তারা বাধ্য হয়ে খবর দেন বন দফতরের কাছে। বেশ কয়েক ঘন্টা পরে বন দফতরের কর্মীরা এসে মৃত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে এই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন এলাকার মানুষ। মৃত মায়ের প্রতি ভালবাসা দেখে তারা চোখের জল আটকে রাখতে পারেন নি। একইসঙ্গে তারা গাড়ি চালকদের কাছে আবেদন করছেন, একটু যত্নশীল হয়ে গাড়ি চালানোর জন্য। নয়তো এমন অনেক নিরীহ প্রাণীর প্রাণ যায় শুধু শুধু। আর কষ্ট পেতে হয় এমন ছোট ছোট শাবকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: হনুমানের মরমী মন! মা-কে হারালে কী হয়, এই ভিডিও দেখলে চোখে জল চলে আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল