Suvendu Adhikari | Abhishek Banerjee: অভিষেকের 'ভোটে' কেন পুলিশ মোতায়েন? বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari | Abhishek Banerjee: এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। ৭ জুন মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।

অভিষেকের 'যাত্রা'র বিরুদ্ধে মামলা
অভিষেকের 'যাত্রা'র বিরুদ্ধে মামলা
কলকাতা: এক রাজনৈতিক দলের ভোটে কীভাবে পুলিশ ব্যবহার! জনস্বার্থ মামলা দায়ের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র। পুলিশ মোতায়েনের প্রয়োজন হলে নির্ধারিত খরচ মেটানো হোক। পঞ্চায়েতে কাকে প্রার্থী দেখতে চান এলাকার মানুষ, তা জানতে জায়গায় জায়গায় ভোটের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর৷ ভোটের আয়োজন করেছে রাজ্যের একটি আঞ্চলিক দল (নাম না করে তৃণমূল কে বলা)। মোতায়েন করা হয়েছিল অনেক পুলিশ। প্রসঙ্গত, এই গোটা কর্মসূচির নেতৃত্বে রয়েছেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে ওই দল (তৃণমূল)? ডিজিকে চিঠি দিয়ে উত্তর পাননি রাজ্যের বিরোধী দলনেতা। তাই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। ৭ জুন মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
advertisement
রাজ্যের জেলায় জেলায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুভেন্দুর আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন।
advertisement
মে মাসে ইটাহার এবং ফরাক্কার জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ বিরোধী দলনেতার। শুভেন্দুর আইনজীবীর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না। তাই এমন মামলা।
advertisement
অন্যদিকে গত সপ্তাহে উত্তর দিনাজপুরে তৃণমূলের নবজোয়ার যাত্রার দ্বিতীয় দিনে হেমতাবাদ, রায়গঞ্জে জনসভা শেষে ইটাহারে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েন। তারপর সেখান থেকে চলে যায় মিছিল। এই মিছিল দীর্ঘস্থায়ী ছিল না। তবে জাতীয় সড়কের উপর দিয়েই মিছিল গিয়েছে বলে অভিযোগ শুভেন্দুর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Abhishek Banerjee: অভিষেকের 'ভোটে' কেন পুলিশ মোতায়েন? বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে শুভেন্দু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement