SFI: সারারাত ধরে এ কী করল SFI! কলকাতায় চমকে দিল বাম ছাত্র সংগঠন

Last Updated:

SFI: জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে রাতভর অবস্থানের পর শহরে মিছিল এসএফআই-এর।

কলকাতা: কলেজ স্কোয়ারে ২৫-২৬ মে সারারাতব্যাপী অবস্থান বিক্ষোভে সামিল হল এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। নয়া জাতীয় শিক্ষানীতি এবং ইউজিসির যে সাম্প্রতিকতম সার্কুলার, সেই সার্কুলার বাতিলসহ   শিক্ষাক্ষেত্রের ওপর লাগাতার আক্রমনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে। ছাত্রদের মিছিল কলেজ স্কোয়ার চত্বর পরিক্রমা করার পর দুপুর থেকে শুরু করে সারারাতব্যাপী অবস্থান বিক্ষোভে বিভিন্ন জেলার ছাত্র আন্দোলনের কর্মীরা সামিল হয়।
অবস্থান বিক্ষোভের মঞ্চে দিনের বিভিন্ন সময়ে এসে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, গণ আন্দোলনের কর্মীরা।অবস্থানে প্রারম্ভিক বক্তব্য রাখেন অভিনেতা চন্দন সেন। বক্তব্য রাখেন শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি মন্দাক্রান্তা সেন, শিক্ষাবিদ অম্বিকেশ মহাপাত্র, অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন এসএফআই নেতৃত্ব প্রতীকউর রহমান, সৃজন ভট্টাচার্য প্রমুখ।
advertisement
advertisement
অবস্থানের মঞ্চে বাম ছাত্রনেতৃত্বের বক্তব্যে উঠে এসেছে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, লাগামহীন বেসরকারীকরণ, সিলেবাস বিকৃতি সহ নানা প্রসঙ্গ। এই অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে আগামীদিনে  ছাত্র-গবেষক -শিক্ষক- শিক্ষাকর্মী- অভিভাবকসহ সমাজের বৃহত্তর অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া এই শিক্ষানীতির বিরুদ্ধে আরো বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ডাক দেন এস এফ আইয়ের নেতৃত্ববর্গ।
advertisement
এসএফআইয়ের নেতৃত্বর তরফে দাবি, যে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতি এবং ইউজিসির রাজ্য সরকারকে পাঠানো সার্কুলারের মধ্যে দিয়ে শিক্ষার বেসরকারিকরণ এবং লাভজনক সংস্থাগুলোকে সুযোগ পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তৃণমূলের সরকার তার বিরোধিতার বদলে আদতে তাকেই রূপায়িত করতে চাইছে। বিজেপি বিরোধিতার প্রশ্নে সামনের সারিতে লড়াই করছে বাম ছাত্র সংগঠনগুলিই।
advertisement
একইভাবে এসএফআই নেতৃত্বরা বলছেন বিজেপির বহু আগেই রাজ্যের সরকার ডারউইনের তত্ত্বসহ বিভিন্ন বিজ্ঞানসম্মত এবং যুক্তিসিদ্ধ বিষয়গুলোকে সিলেবাস থেকে বাদ দিয়েছে। বৃহস্পতিবার রাতভর অবস্থান করার পরে শুক্রবার সকালে কলেজ স্কোয়ার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করা হয় এসএফআই-এর তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SFI: সারারাত ধরে এ কী করল SFI! কলকাতায় চমকে দিল বাম ছাত্র সংগঠন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement