নদিয়ার হবিবপুরের বাসিন্দা অনুপ কুমার মজুমদারের দাবি, নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় ২ নম্বর কলোনির সুচন্দা বিশ্বাসের সঙ্গে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু সুচন্দার পরকীয়া সম্পর্কের কারণে মাঝেমধ্যেই অশান্তি হত সংসারে, প্রতিবাদ করলে আরও অশান্তি বেড়ে যেত, আর তার জেরে অনেকটাই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। এরপর সুচন্দ্রা বাবার বাড়িতে চলে আসে। তারপরে একটি খোরপোষের মামলা করে তার বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: 'এই ৪ লোকসভা আসন আমি জেতাবই', শুভেন্দুর বিরাট দাবি! তুললেন বাম-দুর্নীতির প্রসঙ্গও
জামাই অনুপ মজুমদারের অভিযোগ, স্ত্রী সুচন্দা তার কাছে মামলা তুলে নেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করে, মামলা থেকে রেহাই পেতে এক লক্ষ টাকা দিয়ে দেন তিনি, তার পরেও খোরপোষের মামলা তোলেনি স্ত্রী সুচন্দা। এদিন শ্বশুর বাড়ির সামনে বাধ্য হয়ে ধরনায় বসেন তিনি। যদিও তার বিরুদ্ধে খোরপোষের মামলা থাকলেও স্ত্রী সুচন্দার বিরুদ্ধে আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন: ভাল নেই অনুব্রত মণ্ডল! আদালতের বাইরে যা জানালেন, দুশ্চিন্তা বাড়ল কয়েকগুণ
অন্যদিকে সুচন্দার বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করে। তাদের জামাই অনুপ মজুমদার সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে সুচন্দার নামে, বিয়ের পর থেকেই প্রতিনিয়ত অত্যাচার করে সুচন্দ্রাকে, তাই অত্যাচারের হাত থেকে রেহাই পেতেই বাবার বাড়িতে এসে আশ্রয় নেয় সুচন্দ্রা। আর জামাইকে উপযুক্ত শাস্তি দিতে করা হয় খোরপোষের মামলা। তবে শ্বশুর বাড়ির সামনে ধর্ণাবসার ঘটনায় তৈরি হয় সরগরম পরিস্থিতি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath