Anubrata Mondal News: ভাল নেই অনুব্রত মণ্ডল! আদালতের বাইরে যা জানালেন, দুশ্চিন্তা বাড়ল কয়েকগুণ
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal News: পয়লা বৈশাখে দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। সোমবার আইনজীবীদের কর্মবিরতির জের হল না তাঁর আবেদনের শুনানি।
নয়াদিল্লি: ভাল নেই অনুব্রত মণ্ডল। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। আজ আদালতে পেশ করার সময় নিজেই জানালেন সে কথা। সাংবাদিকদের খোঁজখবরও নিলেন অনুব্রত। অনুব্রতর সঙ্গে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও ফের ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল রউজ অ্যাভিনিউ আদালত।
ফলে পয়লা বৈশাখে দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। সোমবার আইনজীবীদের কর্মবিরতির জের হল না তাঁর আবেদনের শুনানি। অনুব্রতকে ফের জেল হেফাজত পাঠানোর নির্দেশ দেন বিচারক।
advertisement
সোমবার একেবারে ভিন্ন রূপে ধরা দেন অনুব্রত মণ্ডল। হুইলচেয়ারেই আদালতে ঢোকেন তিনি। পরনে ছিল টি-শার্ট এবং ট্রাউজার। সাংবাদিকদের জিজ্ঞেস করেন, ''ভাল আছো?'' তিনি উত্তর দেন এবং পালটা একই প্রশ্ন করেন। উত্তরে অনুব্রত জানান, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। এরপর পরিবারের উদ্দেশে কিছু বলতে চান কিনা প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, 'জামিন পেলে ভাল হয়।'
advertisement
আরও পড়ুন: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?
প্রসঙ্গত, তিহাড়ে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল৷ তিহাড় জেল থেকে হঠাৎই তাঁর অসুস্থতার খবর এসেছে৷ দিন কয়েক আগে তাঁকে বার বার ইনসুলিন দিতে হচ্ছে, সঙ্গে তীব্র শ্বাসকষ্ট রয়েছে বলে জানা যায়। খবর পাওয়া যায়, জেল থেকে বার বার ভিতরের ডিসপেন্সারিতে আনতে হচ্ছিল অনুব্রত মণ্ডলকে৷
advertisement
শোনা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের সামান্য সমস্যা রয়েছে৷ তাই জেলের ভিতরে রেখেই ইনসুলিন ও অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে৷ এমনিতেই নানা রকম অসুস্থতায় তিনি ভুগছেন৷ সেই বিষয়টি নিয়ে একাধিকবার সওয়ালও করেছেন তাঁরা আইনজীবী৷ সেই ক্ষেত্র দেখিয়ে জামিনও চাওয়া হয়েছে, কিন্তু বিশেষ লাভ হয়নি৷ এবারও হল না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2023 12:53 PM IST










