TRENDING:

Bangla News: লোকালয়ের মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে মাথার খুলি, হাড়, কঙ্কাল! হাড়হিম কাণ্ড শান্তিপুরে

Last Updated:

Bangla News: পাড়ার মধ্যে সরকারি জায়গায় নতুন নির্মাণকার্য চলাকালীন একের পর এক মৃতদেহের মাথার খুলি এবং দেহের হাড় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শান্তিপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে সরকারি বিদ্যুৎ দফতরের নতুন ভবন নির্মাণের ভিত খুড়তেই চক্ষু চড়কগাছ! একের পর এক বেরিয়ে আসছে মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল। ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন শ্রমিকরা, আর তার জেরেই ব্যাপক উত্তেজনা। পাড়ার মধ্যে সরকারি জায়গায় নতুন নির্মাণকার্য চলাকালীন একের পর এক মৃতদেহের মাথার খুলি এবং দেহের হাড় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শান্তিপুরে। ভয়ে কাজ ছেড়ে চলে যায় রাজমিস্ত্রিরা, এলাকায় আতঙ্ক। এলাকাবাসীরা ফরেনসিক তদন্তের দাবি করেছেন।
উদ্ধার হয় মানুষের খুলি, হার, কঙ্কাল।
উদ্ধার হয় মানুষের খুলি, হার, কঙ্কাল।
advertisement

চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তোপখানাপারা চারমাথা মোড়ে। ওই জায়গাটি পূর্বে ব্যক্তি মালিকাধীন থাকলেও বেশ কিছু বছর আগে রাজ্য সরকারের বিদ্যুৎ দফতর এই জায়গা কেনে সাব স্টেশন করার জন্য। তারই খনন কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। ভিতের জন্য মাটি খোঁড়াখুড়ির ফলে উদ্ধার হয়েছিল মানুষের মাথার খুলির কয়েকটি অংশ। তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ সপ্তমীতে নবপত্রিকার স্নান! কী তা, জানেন না অনেকেই! ‘গণেশের বউ’ আসলে কে? রীতি জানলে মুগ্ধ হবেন

গতকাল সন্ধ্যায়, রাজমিস্ত্রিরা কাজ ছুটি করে যাওয়ার আগে হঠাৎ লক্ষ্য করেন মৃতদেহর হাত এবং পায়ের বেশ কিছু বড় হাড়। তড়িঘড়ি তারা ওই অংশের টিন চাপা দিয়ে, ভয়ে চলে যান কাজ ছেড়ে। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়। কেসি দাস রোডের টুটুল শেখ বলেন, তিনি এই এলাকায় প্রতিদিনই কাজের শেষে সন্ধ্যের সময় চা খেতে আসেন। ভয়াবহ পরিবেশ এবং মানুষের গুঞ্জন শুনে সংবাদমাধ্যমকে খবর দেন।

advertisement

View More

ক্লাব সদস্য রাজিব শেখ ফরেনসিক তদন্তের দাবি তুলেছেন। কর্তৃপক্ষ এসে এলাকাবাসীদের আশ্বস্ত করারও দাবি করেছেন। মসজিদ কমিটির সম্পাদক বাবু শেখ জানাচ্ছেন, সরকারি কাজে যাতে কোনওরকম বাধা না আসে সে ব্যাপারে তারা সহযোগিতা করবেন , তবে কর্তৃপক্ষের। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানুষকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করতে হবে।

স্থানীয় কাউন্সিলর নরেশ লাল সরকার জানান, “প্রাচীনকালে সম্রাট ঔরঙ্গজেব খান সেনাদের বসতি স্থাপন করেছিলেন ওখানে। সেই হিসেবে আজও ওখানে বহু পরিবারের পদবি খান। তখন বাড়িতে বাড়িতে কবরের ব্যবস্থা ছিল। তাই হয়তো খননের ফলে উঠে আসছে। তবে এই নিয়ে চাঞ্চল্যের কিছু নেই, আমি ইলেকট্রিক সাপ্লাই এবং শান্তিপুর থানার সঙ্গে কথা বলব।”

advertisement

এ দিন সকালে সূত্রাগড় বিদ্যুৎ সরবরাহ অফিসের স্টেশন ম্যানেজার ছুটিতে থাকার কারণে তারা যোগাযোগ করে উঠতে পারেননি, তবে কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে আশ্বস্ত করেছেন সকলকে। শ্রমিকের সংখ্যা অত্যন্ত কম থাকলেও দু-একজনকে এ দিন কাজ করতে দেখা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: লোকালয়ের মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে মাথার খুলি, হাড়, কঙ্কাল! হাড়হিম কাণ্ড শান্তিপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল