বিদ্যুৎ এর পরিবর্তে এবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আলো পাখা কম্পিউটার বিভিন্ন সরঞ্জাম চলবে সৌরশক্তিতে।হাওড়ার সিটি পুলিশ কমিশনারেটের অফিস সম্পূর্ণ সৌরশক্তিচালিত করা হল। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। তিনি জানান, আজকে হাওড়া সিটি পুলিশ কমিশনারেটের তরফ থেকে নতুন একটা উদ্যোগ নেওয়া হল।
আরও পড়ুন: লা জবাব! নরেন্দ্র মোদির মাথায় কখনও জাপি-কখনও পাগড়ি, আপনি দেখেছেন?
advertisement
সোলার প্ল্যানেল লাগানো হয়েছে যা অফিসে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার থেকে বেশি পাওয়া যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের সিএসআর প্রজেক্টে এই সোলার প্যানেল করা হল। আমাদের গোটা অফিসে বিদ্যুৎ লাগে ২৭ কিলোওয়াটএর থেকেও আমরা বেশি বিদ্যুৎ সোলার প্যানেলের মাধ্যমে পাব ৩০.৪ কিলোওয়াট। আমাদের লক্ষ্য গ্রিন ওয়ার্ল্ড, গ্রিন বাংলা।
আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন সাজা দিল NIA বিশেষ আদালত
হাওড়া সিটি পুলিশ কমিশনারেট অফিস পুরোটাই সৌরশক্তিচালিত করা হল। এটা পুরোটাই সোলার পাওয়ার্ড অফিসে পরিণত হল। এটা প্রথম শুরু করা হল। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে সিএসআর প্রজেক্টে অন্যান্য থানাতেও এইভাবে সোলার প্যানেল যাতে লাগানো যায়। এর পাশাপাশি সবুজায়ন করতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে চারা গাছ লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন সময়।
রাকেশ মাইতি