দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্যাশনও যথেষ্ট নজরকাড়া। ভিন্ন সময় ভিন্ন স্থানের সংস্কৃতিকে সম্মান জানিয়ে তাঁর মাথায় দেখা গিয়েছে স্টাইলিশ সব টুপি। দেখুন মোদির সাজের অন্য দিক... (PM Narendra Modi Fashion)
2/ 9
২০১৪ সালে নির্বাচনের আগে গুয়াহাটিতে সভায় অসমের সাবেকি জাপি মাথায় দিয়েছেন মোদি।
3/ 9
২০১৪ সালে রাউরকেল্লায় রুপোলি জড়ির কাজে ময়ূরের মতো পাগড়ি মাথায় মোদি।
4/ 9
পঞ্চাবের গুরদাসপুরে ডেরা বাবা নানকে লঙ্গরে যোগ দিয়েছেন মোদি। পরেছেন পাগড়ি।
5/ 9
২০১৮ সালে নাগাল্যান্ডে সেখানকার সাবেকি সাজে নরেন্দ্র মোদি।