আরও পড়ুনঃ জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে পা ভাঙলেন বিধায়ক! শোরগোল চুঁচুড়ায়!
পুরুলিয়া মফস্বল থানা লাগদা গ্রামের ৯৫ বছরের বৃদ্ধা বিভারাণী মজুমদারের গালে একটি ক্ষত হয়েছিল সেই ক্ষতক্যান্সারেরূপান্তরিত হয়েছিল । আর সেই ক্যান্সার সফলভাবে অপারেশন করে দেখালো চিকিৎসকেরা। এ বিষয়ে ডঃ পবন মণ্ডল বলেন , ৯৫ বছর বয়সী বৃদ্ধার অপারেশন খুবই ক্রিটিকাল ছিল। তাও রিস্ক নিয়ে তারা এই অপারেশন করেছেন। তাতেই এত বড় সাফল্য এসেছে। এটা তার কাছেও বিরাট বড় পাওয়া।এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ড. সুকমল বিষয়ী বলেন, ডাক্তারদের এই কাজ খুবই প্রশংসনীয়। এত বড় একটা সার্জারি সফলভাবে তারা করে দেখিয়েছেন এর জন্য তাদের নিয়ে তিনি খুবই গর্ববোধ করছি। এরই পাশাপাশি পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য তাদের কেউ ধন্যবাদ জানান তিনি।
advertisement
এ বিষয়ে ওই বৃদ্ধার নাতি গোবিন্দ চ্যাটার্জী বলেন, অপারেশনের পর তার ঠাকুমা খুবই ভালো আছে। পুলিশ প্রশাসন ও ডাক্তারদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন সারা জীবনের জন্য ড. পবন মন্ডল তার কাছে ভগবান হয়ে থাকবেন। এই বৃদ্ধার জেনারেল সার্জারিতে ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক পবন মণ্ডল, সোমনাথ বিশ্বাস ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডক্টর দেবদীপ গঙ্গোপাধ্যায়। বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দেড় ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়।
আরও পড়ুনঃ ‘কেন্দ্র ছুটি বাতিল করে কিন্তু আমরা…’ ২৫ ডিসেম্বর নিয়ে বড় ঘোষণা মমতার! বড়দিনে গাড়ি চলাচলে বড় বদল
অস্ত্রোপচার শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রিন করিডর করে রোগীকে মেডিকেল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাস থেকে বাস স্ট্যান্ড ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সময় লাগে মাত্র ৮ মিনিট। রীতিমতো পুলিশ পাহারায় তাঁকে দেবেন মাহাতো মেডিকেল কলেজের বাসস্ট্যান্ডের ক্যাম্পাসের ক্রিটিকাল কেয়ার ইউনিটে আনা হয়। আর এতেই চারিদিকে সারা ফেলে দিল পুরুলিয়ার সদর হাসপাতাল।
শর্মিষ্ঠা ব্যানার্জি





