Hooghly News: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে পা ভাঙলেন বিধায়ক ! শোরগোল চুঁচুড়ায় !

Last Updated:

Hooghly News: জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন বিধায়ক! পায়ে চিড় ধরল। মাঝ পথে জনসংযোগ বন্ধ করে ছুটতে হল ডাক্তারের কাছে। এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া এলাকায়। বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়ে ছিলেন সেই সময় ঘটে এই দুর্ঘটনা।

+
পায়ের

পায়ের এক্সরে করাতে হাসপাতালে বিধায়ক

হুগলি: জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন বিধায়ক! পায়ে চিড় ধরল। মাঝ পথে জনসংযোগ বন্ধ করে ছুটতে হল ডাক্তারের কাছে। এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া এলাকায়। বিধায়ক অসিত মজুমদার জনসংযোগে বেরিয়ে ছিলেন সেই সময় ঘটে এই দুর্ঘটনা।
আরও পড়ুনঃ ‘কেন্দ্র ছুটি বাতিল করে কিন্তু আমরা…’ ২৫ ডিসেম্বর নিয়ে বড় ঘোষণা মমতার! বড়দিনে গাড়ি চলাচলে বড় বদল
স্থানীয় সূত্রে খবর, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মিরা। এরপর কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে যাওয়া ব্যাথা হওয়ায় মাঝ পথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলে অর্থপেডিক সার্জেন সাগ্নিক মুখার্জিকে দেখান। এক্স রে করিয়ে চিকিৎসক জানান চিড় ধরেছে বা পায়ে। এক মাস রেস্ট নিতেও বলেন।
advertisement
advertisement
বিধায়ক বলেন, অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। দশটা জল চুরির কেস রয়েছে, দুটো পাম্প ধরেছি।মানুষ জড়ো হয়েছে জল পাচ্ছি না বলে তাদের অভাব অভিযোগ শুনছিলাম। হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্লাব ভেঙে পরে যাই। চিকিৎসক বলেছেন চিড় ধরেছে। এক মাস রেস্ট নিতে। কিন্তু নানা কর্মসূচি রয়েছে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে পা ভাঙলেন বিধায়ক ! শোরগোল চুঁচুড়ায় !
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement