জানা গিয়েছে, ঝাড়খন্ড থেকে ইডির একটি দল আসানসোলের ঊষা গ্রামের ব্যবসায়ী পি বাগচীর বাসভবনে অভিযান চালিয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের এক আমলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। ওই আমলার বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলায় আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তে ইডি ঝাড়খণ্ড ছাড়াও বিহার এবং বাংলার একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। ঝাড়খণ্ডের ওই হামলার একাধিক বাড়িতে চালানো হয়েছে অভিযান। সেই মামলার তদন্তেই আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। ইডির চার সদস্যের একটি দল ঝাড়খন্ড থেকে এসে আসানসোলের ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়েছে বলে খবর।
advertisement
আরও পড়ুন: এ কী! সিক্স প্যাক অ্যাবস নিয়ে বোলপুরে 'হাজির' অনুব্রত মণ্ডল! মুহূর্তে তোলপাড়
সুত্র মারফত জানা গিয়েছে, ঝাড়খণ্ডের যে আমলার বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় অনেকেই জড়িত রয়েছেন। জড়িত রয়েছেন বড় বড় আধিকারিকরা। পাশাপাশি এই সংক্রান্ত মামলায় যে কয়েক জনের যুক্ত থাকার অভিযোগ উঠেছে, তাদের বাড়িতে তদন্তের স্বার্থে অভিযান চালিয়েছে ইডি।
আরও পড়ুন: জলপাইগুড়িতে ওটা কীসের গন্ধ? পরপর অসুস্থ ৯ জন! যা ঘটল, শুনলে ভয়ে ঘুম উড়ে যাবে
সূত্রের খবর এই মামলায় আসানসোলের ওই ব্যবসায়ীকে আগেই নোটিশ ধরিয়েছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থাটি।এরপরেই ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালালেন ইডির আধিকারিকরা।
----Nayan Ghosh