Bangla News: জলপাইগুড়িতে ওটা কীসের গন্ধ? পরপর অসুস্থ ৯ জন! যা ঘটল, শুনলে ভয়ে ঘুম উড়ে যাবে

Last Updated:

Bangla News: স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে হিমঘরের একটা অংশ বসে যাচ্ছিল। প্রশাসনের তরফে হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও ভেতরে থাকা অ্যামোনিয়া গ্যাস বন্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

জলপাইগুড়িতে গ্যাস-আতঙ্ক
জলপাইগুড়িতে গ্যাস-আতঙ্ক
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ এলাকায় হিমঘরের একাংশ ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও অ্যামোনিয়া গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন ৯ জন গ্রামবাসী। অসুস্থদের মধ্যে পাঁচ জনকে জলপাইগুড়ি নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুইজন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে হিমঘরের একটা অংশ বসে যাচ্ছিল। প্রশাসনের তরফে হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও ভেতরে থাকা অ্যামোনিয়া গ্যাস বন্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। ফলস্বরূপ দেওয়াল ধসে পড়ায় অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে গ্যাসের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। সেই গন্ধেই অসুস্থ হয়ে পড়েন নয়জন গ্রামবাসী।
advertisement
advertisement
এলাকায় আগে থেকেই দমকল বাহিনী, পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়ন ছিলেন। যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ হিমঘরের আশেপাশে প্রচুর বসতবাড়ি রয়েছে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণে তাঁদের অনেক আগেই সরিয়ে দেওয়া হয়।
advertisement
হিমঘর ভেঙে পড়ার ঘটনায় ঝাঁঝাল গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন বলে সূত্রের খবর। গ্যাসের গন্ধে অসুস্থ হওয়া ৫ জন রোগীকে নিয়ে আসা হয় জলপাইগুড়িতে। এঁদের মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে। পাশাপাশি আরও দুই অসুস্থকে ভর্তি করা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
জল্পেশ মেলার মাঠ গ্রাম এখন সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে। গ্রামের বাসিন্দাদের সরিয়ে পাশের একটি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: জলপাইগুড়িতে ওটা কীসের গন্ধ? পরপর অসুস্থ ৯ জন! যা ঘটল, শুনলে ভয়ে ঘুম উড়ে যাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement