Bangla News: জলপাইগুড়িতে ওটা কীসের গন্ধ? পরপর অসুস্থ ৯ জন! যা ঘটল, শুনলে ভয়ে ঘুম উড়ে যাবে
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে হিমঘরের একটা অংশ বসে যাচ্ছিল। প্রশাসনের তরফে হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও ভেতরে থাকা অ্যামোনিয়া গ্যাস বন্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ এলাকায় হিমঘরের একাংশ ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও অ্যামোনিয়া গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন ৯ জন গ্রামবাসী। অসুস্থদের মধ্যে পাঁচ জনকে জলপাইগুড়ি নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুইজন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে হিমঘরের একটা অংশ বসে যাচ্ছিল। প্রশাসনের তরফে হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও ভেতরে থাকা অ্যামোনিয়া গ্যাস বন্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। ফলস্বরূপ দেওয়াল ধসে পড়ায় অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে গ্যাসের গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ছে। সেই গন্ধেই অসুস্থ হয়ে পড়েন নয়জন গ্রামবাসী।
advertisement
advertisement
এলাকায় আগে থেকেই দমকল বাহিনী, পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়ন ছিলেন। যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ হিমঘরের আশেপাশে প্রচুর বসতবাড়ি রয়েছে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণে তাঁদের অনেক আগেই সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে কী করবেন...? বাতলে দিলেন মমতা! গরীব শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
advertisement
হিমঘর ভেঙে পড়ার ঘটনায় ঝাঁঝাল গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন বলে সূত্রের খবর। গ্যাসের গন্ধে অসুস্থ হওয়া ৫ জন রোগীকে নিয়ে আসা হয় জলপাইগুড়িতে। এঁদের মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে। পাশাপাশি আরও দুই অসুস্থকে ভর্তি করা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
জল্পেশ মেলার মাঠ গ্রাম এখন সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে। গ্রামের বাসিন্দাদের সরিয়ে পাশের একটি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 10:42 AM IST