গরম থেকে রেহাই পেতে কী করবেন...? বাতলে দিলেন মমতা! গরীব শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

রাজ্যজুড়ে তুমুল তাপপ্রবাহের সতর্কতা। ইতিমধ্যেই জেলায় জেলায় পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এরইমধ্যে এদিন আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনে এসে গরম নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রাজ্যজুড়ে তুমুল তাপপ্রবাহের সতর্কতা। ইতিমধ্যেই জেলায় জেলায় পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এরইমধ্যে এদিন আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনে এসে গরম নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন গরম থেকে রেহাই পাওয়ার জন্য মাথা গরম না করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। খানিকটা রসিকতার ছলেই এদিন এমনটা বললেও তিনি যে কার্যত বিরোধীদের সমালোচনার পরোক্ষে জবাব দিলেন এবং একইসঙ্গে মানুষকে শান্ত থাকার আর্জি জানালেন এক ঢিলে, সে কথা বলাই যায়।
এদিন মমতা তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, "এই গরমে মাথা গরম হলেও, মাথা গরম না করাই কাম্য। সবাই মাথা ঠাণ্ডা রাখবেন।" একইসঙ্গে যাঁরা এই রোদে জলে খেটে পুড়ে এমন অডিটোরিয়ামের মতো কাজে হাত লাগিয়েছেন এতদিন তাঁদের মতো গরিব শ্রমিকদের কথা ভেবেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, "আমি মুখ্যসচিবকে বলব, যাঁরা কাজ করছেন, যত গরীব মজদুর তাঁদের সংবর্ধনা যেন দেওয়া হয়। অনেক সময় শুনি যাঁরা কাজ করে তাদের পরে ঢুকতে দেওয়া হয় না।"
advertisement
advertisement
বিরাট অডিটোরিয়ামের উদ্বোধন করতে এসে বৃহস্পতিবার বার বার স্মৃতিতে ভাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রের বঞ্চনা সত্বেও বাংলায় একের পর এক নয়া প্রকল্প ও পরিকল্পনার বাস্তব রূপায়ণে কার্যত আবেগাপ্লুত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গরম থেকে রেহাই পেতে কী করবেন...? বাতলে দিলেন মমতা! গরীব শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement