কলকাতা: চৈত্র সংক্রান্তির সকালেই বেলুড় মঠে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলসি ভরে গঙ্গাজল তুলে দিলেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজরা। কোচির রামকৃষ্ণ মিশনের ৭৫ তম বর্ষের শুভ উদ্বোধনে ব্যবহার হবে বেলুড়মঠের মা সারদা দেবীর গঙ্গার ঘাট থেকে জল সংগ্রহ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন কোচির রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভুবনআত্মা নন্দ মহারাজ। কেরালার রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানের জন্য গঙ্গার জল নিতেই তার এই আগমন।
এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বেলুড় মঠে এসেছিলেন রাজ্যপাল। সেবার বেলুড় ঘুরে দেখে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি বলেন, কলকাতায় এলেই বেলুড়ে আসব। সেদিনও তাঁর বেলুড় মঠ পরিদর্শনকে ঘিরে ছিল পুলিশ-প্রশাসনে ছিল সাজোসাজো রব। মঠ ও মিশন কর্তৃপক্ষও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বিশেষ ব্যবস্থা রেখেছিল। রাষ্ট্রপতির যাত্রাপথ জুড়ে ব্যাপক পুলিশি নজরদারির ব্যবস্থা ছিল।
আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে কী করবেন...? বাতলে দিলেন মমতা! গরীব শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঝাড়খণ্ডের রাজ্যপাল থাকাকালীন এর আগে একবার বেলুড় মঠে এসেছিলেন দ্রৌপদী। অর্থাৎ এনিয়ে দ্বিতীয়বার এবং রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার মঠে আসেন তিনি।
আরও পড়ুন: 'যেন মানুষ আমাকে ভুল না বোঝে...', কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী!
আর এদিন ফের বেলুড় মঠে গেলেন রাজ্যপাল। কেরালার মহারাজদের হাতে গঙ্গাজল তুলে দেন তিনি। মহারাজরা এই গঙ্গাজল দিয়েই তাঁদের অনুষ্ঠানের সূচনা করবেন। দিনভর একাধিক কর্মসূচি থাকা সত্ত্বেও রাজ্যপাল বেলুড় মঠে যাওয়ায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহারাজরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Belur Math, CV Ananda Bose