সুভাষ নাইয়া ও তার স্ত্রী দেবলা নাইয়া, ব্যবসার জিনিসপত্র কেনার জন্য কলকাতার যাচ্ছিলেন, পথে তাঁরা বারুইপুর স্টেশনে নামেন। একটি ব্যাঙ্কের কাজ সেরে আসার পর হঠাৎই সুভাষ বাবু অসুস্থ হয়ে পড়েন। বারুইপুরে স্বামী-স্ত্রী সিদ্ধান্ত নেন কলকাতায় না গিয়ে তারা বাড়ি ফিরে আসবেন।
আরও পড়ুন: আধার কার্ডের কারণেই জীবনে নামল অন্ধকার, অ্যাকাউন্ট থেকে টাকা উধাও দেগঙ্গার ব্যক্তির!
advertisement
সেই মতো বারুইপুর স্টেশনে ডাউন নামখানা লোকাল ধরার জন্য স্টেশনের চার নম্বর প্লাটফর্মে তাঁরা অপেক্ষা করছিলেন। অভিযোগ, ট্রেন ও স্টেশনে এসে গিয়েছিল, ট্রেনে ওঠার সময় আচমকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। অভিযোগ ব্যাগের মধ্যে ছিল ৭০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।
আরও পড়ুন: ঝক্কি মিটিয়ে এক ট্রেনে মুম্বই-সেকেন্দ্রাবাদ, উত্তর-পূর্ব সীমান্ত রেলে বড় খবর
আকস্মিক ঘটনার জেরে দিশাহীন হয়ে পড়েন ওই দম্পতি। ঘটনায় বারুইপুর জি.আর.পি-তে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি পুলিশ। বারুইপুরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে এই ছিনতাইয়ের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন রেল যাত্রীরা।