Indian Railways: ঝক্কি মিটিয়ে এক ট্রেনে মুম্বই-সেকেন্দ্রাবাদ, উত্তর-পূর্ব সীমান্ত রেলে বড় খবর
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: এই ট্রেনগুলির পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে।
মুম্বই: মুম্বই ও সেকেন্দ্রাবাদের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী অঞ্চলগুলির প্রত্যক্ষ সংযোগ স্থাপন রেলপথে৷ রেল পথে যাতায়াত অনেক সুবিধাজনক হতে চলেছে৷ দীর্ঘদিন ধরে যাত্রীদের চাহিদা মেনে নিয়ে অবশেষে এই উদ্যোগ নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির যথাযোগ্য নির্দেশনায় রেলমন্ত্রকের পক্ষ থেকে দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশের রেল সংযোগ ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ট্রেন নং. ১২৫১৩/১২৫১৪ সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল দক্ষিণ অসমের শিলচর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও শিলচরের মধ্যে বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও জাগীরোড স্টেশনে স্টপেজ দেওয়া হবে। একইভাবে, ট্রেন নং. ১২৫১৯/১২৫২০ লোকমান্য তিলক-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির চলাচল ত্রিপুরার আগরতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। গুয়াহাটি ও আগরতলার মধ্যে আম্বাসা, ধর্মনগর, বদরপুর, নিউ হাফলং, লামডিং, হোজাই ও চাপরমুখ স্টেশনে স্টপেজ দেওয়া হবে।
advertisement
advertisement
এই ট্রেনগুলির পরিষেবা উত্তর পূর্বাঞ্চলের দূরবর্তী এলাকাগুলিকে মুম্বাই ও সেকেন্দ্রাবাদের সাথে সংযুক্ত করবে। ট্রেন নং. ১২৫১৪ (শিলচর-গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ) এক্সপ্রেস ট্রেনটি এখন শিলচর থেকে বুধবার রাত ০৭.৪৫ ঘণ্টায় রওনা দিবে এবং সেকেন্দ্রাবাদে শুক্রবার সকাল ০৩.৩৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১২৫১৩ (সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি-শিলচর) এক্সপ্রেস ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে শনিবার বিকেল ০৪.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে শিলচর স্টেশনে সোমবার রাত ১১.৪৫ ঘণ্টায় পৌঁছবে।ট্রেন নং. ১২৫২০ (আগরতলা-কামাখ্যা-লোকমান্য তিলক) এক্সপ্রেস ট্রেনটি এখন আগরতলা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল ০৬.০০ ঘণ্টায় রওনা দিবে এবং লোকমান্য তিলক স্টেশনে শনিবার বিকেল ০৪.১৫ ঘণ্টায় পৌঁছবে।
advertisement
ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১২৫১৯ (লোকমান্য তিলক-কামাখ্যা-আগরতলা) এক্সপ্রেস ট্রেনটি লোকমান্য তিলক স্টেশন থেকে রবিবার সকাল ০৭.৫০ ঘণ্টায় রওনা দিবে এবং মঙ্গলবার রাত ০৭.৫০ ঘণ্টায় আগরতলা স্টেশনে পৌঁছবে।এই রেল পরিষেবা চালু হওয়ায় যারা চিকিৎসার জন্য যেতে চান তাদের সুবিধা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 12:47 PM IST