প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নিজেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে চলেছেন। বহরমপুর সংসদীয় এলাকার বিভিন্ন বিধানসভা এলাকাতে তিনি প্রচারে জোর দিয়েছেন। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ভোট প্রচার করছেন। অধীর গড় থেকে ছিনিয়ে নেওয়া শাসকদল তৃণমূল কংগ্রেস কে টেক্কা দিতেই মরিয়া কংগ্রেস শিবির। ফলে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত ভোট প্রচার করছেন শেষ মুহূর্তে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।
advertisement
আরও পড়ুন: ‘আমি এখন…’, ইডির ডাক উপেক্ষা করে এ কী বললেন সায়নী ঘোষ! তোলপাড় বাংলা
এদিন, অধীর চৌধুরী প্রথমে নবগ্রাম ও পরে বড়ঞা এবং কান্দির বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। সভা মঞ্চ থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেস কে একহাত নিয়ে তীব্র কটাক্ষ করে আক্রমণ করেন অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, আজকে গোটা বাজারে আগুন লেগেছে। আমরা কংগ্রেস দল চুরি করিনা, তাই টাকা নেই, আপনার অধিকার আমরা পৌঁছে দেব আপনার কাছে।পুলিশ ও মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের। দুর্নীতি ছাড়া তৃণমূল দল উঠে যাবে। আজকে বহু মানুষ কংগ্রেস দলে ফিরে আসছেন। সারা জেলা জুড়ে তৃণমূল দল ভাঙছে আর কংগ্রেসের শক্তিবৃদ্ধি হচ্ছে।
আরও পড়ুন: ১৫ বছর আগে ঘর ছেড়েছিল মাওবাদী মেয়ে! পুরুলিয়ার জঙ্গলে আজও খুঁজে চলেছেন মা
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ও কান্দি এবং নবগ্রামের সভা থেকেই বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন বহু বিরোধী কর্মীরা। ফলে পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে জমে উঠল কংগ্রেস দলের রাজনৈতিক ভোট প্রচার।
কৌশিক অধিকারী