TRENDING:

Bangla News| By Election:খড়দহে মনোনয়ন পেশ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী...

Last Updated:

Bangla News| By Election: ৩০ সেপ্টেম্বর খড়দহ (Khardah)-সহ রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মনোনয়নপত্র জমা (Bangla News| By Election) দিলেন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ৷ বৃহস্পতিবার শ্যামের মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুরে প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন তিনি। আত্মবিশ্বাসী শোভনদেব বেরিয়ে বললেন, "আমি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নির্বাচনে ভোট দেবেন খড়দহের মানুষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে এখানে যা যা সমস্যা আছে সেগুলো যাতে নির্মূল করা যায়, তার চেষ্টা করব।"
তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ
তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ
advertisement

আরও পড়ুন: আজ বিধায়ক হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সহ বিজেতারা...

এদিন শোভনদেব (Sovandeb Chattopadhyay)  আরও বলেন, "দীর্ঘদিন রাজনীতি করছি। নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। খড়দহের মানুষ আমাকে দু'হাত ভরে আশীর্বাদ করবেন, সেটা আমি জানি। নির্বাচনে  (Bangla News| By Election) সব রাজনৈতিক দলই প্রার্থী দেওয়ার অধিকার আছে এবং দেবেও ৷ আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা করব।"

advertisement

আরও পড়ুন: তৃণমূল কেন ছেড়েছিলেন? 'ঘরে' ফিরে 'আবেগের' কথা বলেই ফেললেন সব্যসাচী দত্ত!

অন্যদিকে এদিনই নদিয়ার শান্তিপুর আসনের জন্য মনোনয়ন পেশ করলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী  (Bangla News| By Election)৷ বৃহস্পতিবার রানাঘাটে মহকুমাশাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি ৷ উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ-সহ অন্যরা৷ ব্রজকিশোর জানান, তিনি শান্তিপুরের ভূমিপুত্র৷ এলাকার সব সমস্যাই তাঁর জানা ৷ তাই ভোটে (Bangla News| By Election)জিতে সেইসব সমস্যা মেটানোই তাঁর প্রথম এবং প্রধান উদ্দেশ্য ৷

advertisement

৩০ সেপ্টেম্বর খড়দহ (Khardah)-সহ রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (West Bengal By Election)। ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয়েছিল তৃণমূল প্রার্থী কাজল সিনহার। তাঁর পরিবর্তে এবার প্রার্থী হয়েছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। নাম ঘোষণার পর থেকেই জোরদার প্রচার চালাচ্ছেন তিনি। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পুজোর সময় প্রচার করবেন না তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) সমর্থনে খড়দহে শুরু হয়েছে প্রচার। প্রয়াত কাজল সিনহার আসনে লড়ছেন তিনি। কাজল সিনহার স্ত্রী জানিয়েছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর দাদার মতো। প্রয়োজনে তাঁর হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করবেন প্রয়াত তৃণমূল নেতার স্ত্রী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News| By Election:খড়দহে মনোনয়ন পেশ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল