Sabyasachi Dutta Joining Tmc: তৃণমূল কেন ছেড়েছিলেন? 'ঘরে' ফিরে 'আবেগের' কথা বলেই ফেললেন সব্যসাচী দত্ত!

Last Updated:

Sabyasachi Dutta Joining Tmc: দিন কয়েক ধরেই বেসুরে বাজছিলেন সব্যসাচী দত্ত। বিজেপি-র মতের ১৮০ ডিগ্রি বিপরীতে থাকছিলেন সব্যসাচী। অবশেষে বৃহস্পতিবার তৃণমূলে ফেরা তাঁর।

সব্যসাচীর ঘরে ফেরা
সব্যসাচীর ঘরে ফেরা
#কলকাতা: একদা মুকুল রায়ের (Mukul Roy) হাত ধরে তৃণমূলের মায়া কাটিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা ভোটে বিধাননগর কেন্দ্র থেকে একদা সতীর্থ সুজিত বসুর কাছে হেরেও যান। শেষমেশ ভবানীপুর উপনির্বাচনে জিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনেই নিজের পুরনো ঘরে ফিরে এলেন সব্য়সাচী দত্ত (Sabyasachi Dutta)। আর তাঁর তৃণমূলে ফেরার কথা ঘোষণা করলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক ধরেই বেসুরে বাজছিলেন সব্যসাচী। দলের মতের ১৮০ ডিগ্রি বিপরীতে থাকছিলেন সব্যসাচী। অবশেষে বৃহস্পতিবার তৃণমূলে ফেরা। কিন্তু তৃণমূল কেন ছেড়েছিলেন? সে প্রশ্নের 'জবাব' এদিন দিয়েছেন তিনি।
বিধানসভায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে 'ঘরে' ফেরেন সব্যসাচী। আর ফিরেই বলেন, 'দীর্ঘদিন পৌরসভার প্রতিনিধি, মেয়র, দুবার বিধায়ক সবটাই মমতা দি-কে সামনে রেখে পেয়েছি। অন্য দলে যাইনি, এটা বললে মিথ্যে বলা হবে। নিশ্চয় দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই কারণে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। কিন্তু আজ আবার মমতা দি আমায় গ্রহণ করলেন। পার্থ দা, ববি (ফিরহাদ) দা গ্রহণ করলেন। আবার আজকে নতুন পথ চলা শুরু হয়েছিল। এবার দল যেভাবে বলবে সেভাবেই চলব।'
advertisement
সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতিতে বিজেপি নেতাদের বেসুরো হওয়ার ঘটনা এখন একেবারে জলভাত। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া তাবড় নেতারা ফের ফিরে আসতে চাইছেন পুরনো দলেই। বাংলার চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায় ফিরে গিয়েছেন পুরোনো দলে। তারপর থেকেই বিজেপি নেতা সব্যসাচী দত্তকে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে বিজেপির বিড়ম্বনাই বাড়াচ্ছিলেন সব্যসাচী। রাজনৈতিক মহল মনেই করছিল, সব্যসাচীর তৃণমূলে ফেরা এখন সময়ের অপেক্ষা। গাঁট ছিলেন শুধু সুজিত বসু। তৃণমূল সূত্রের খবর, দলের একেবারে শীর্ষ মহল থেকেই সুজিতের কাছে ফোন যায়। এরপরই বরফ গলে।
advertisement
advertisement
শেষমেশ আজ মুকুল রায়ের হাত ধরেই মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতে দেখা যায় সব্যসাচী দত্তকে। বিধানসভায় মমতা বলেন, "আমি আজই ওকে (সব্যসাচী) নিয়ে নিতে বলেছি।" এরপরই সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নিজের পুরনো ঘর তৃণমূলে ফেরেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sabyasachi Dutta Joining Tmc: তৃণমূল কেন ছেড়েছিলেন? 'ঘরে' ফিরে 'আবেগের' কথা বলেই ফেললেন সব্যসাচী দত্ত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement