Sabyasachi Dutta joining TMC| তৃণমূলে ফিরছেন সব্যসাচী, জানিয়ে দিলেন মমতা নিজেই!

Last Updated:

Sabyasachi Dutta joining TMC| রাজনৈতিক পর্যবেকদের মত, সব্যসাচী এখন ঘরে ফিরলে তৃণমূলের বিস্তার লাভ।

তৃণমূলে ফিরছেন সব্যসাচী দত্ত।
তৃণমূলে ফিরছেন সব্যসাচী দত্ত।
#কলকাতা: তৃণমূলে ফিরতে পারেন ইঙ্গিতটা প্রথম দিয়েছিল News18। সে খবরই এবার শিলমোহর পড়ল (Sabyasachi Dutta joining TMC)। সংবাদমাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের আগে নিজেই জানিয়ে দিলেন, "আমি আজই ওকে নিয়ে নিতে বলেছি।" যদিও ঠিক কবে সব্যসাচী দত্ত তৃণমূলে যোগ দিচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।
বেশ কিছুদিন ধরেই বিজেপিতে থেকেও ছিলেন না সব্যসাচী দত্ত। এমনকি দলের আদর্শের পরিপন্থী বেশ কিছু মন্তব্য করতে শোনা যায় তাঁকে। দলের কোনও বড় অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি। লখিমপুর কাণ্ড নিয়ে তিনি সরাসরি দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করেছিলেন। তখনই খানিকটা স্পষ্ট হয়ে যায় সব্যসাচী হয়তো তৃণমূলে ফিরতে পারেন ।
রাজনৈতিক পর্যবেকদের মত, সব্যসাচী এখন ঘরে ফিরলে তৃণমূলের বিস্তার লাভ। কারণ খড়দহ উপনির্বাচনে সব্যসাচীকে ইনচার্জ করা হয়েছে বিজেপির তরফে। এই পরিস্থিতিতে সব্যসাচী সরে গেলে বিজেপি শিবির বড় ধাক্কা খাবে বলেই মনে করছে তৃণমূল।
advertisement
advertisement
সব্যসাচী কী কাজ করবে দলে যোগ দিয়ে, এবার তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টই বলেন, সব্যসাচী কাজ করবে উত্তর-পূর্বে। দলীয় সম্প্রসারণে তাঁকে কাজে লাগানো হবে বলে তৃণমূল নেত্রীর মত।
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য সব্যসাচী ২০১৯ সালে তৃণমূল ছাড়েন মুকুল রায়ের হাত ধরে। কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিধাননগরে বিজেপির টিকিটে পর্যুদস্ত হন তিনি রাজনৈতিক মহলের মত তখন থেকেই সব্যসাচী অন্যান্যদের দেখাদেখি মন বদল করতে শুরু করেন।
advertisement
প্রসঙ্গত সব্যসাচীর ফের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের। সূত্রের খবর, এ ক্ষেত্রে সমস্যা সমাধান হবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই। তিনি সব্যসাচীকে এমন জায়গাই দেবেন যাতে মনমালিন্যের কোনও অবকাশ না থাকে। পাশাপাশি সুজিত বসুর সঙ্গেও ব্যাক্তিগত ভাবে কথা হতে পারে মুখ্যমন্ত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sabyasachi Dutta joining TMC| তৃণমূলে ফিরছেন সব্যসাচী, জানিয়ে দিলেন মমতা নিজেই!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement