TRENDING:

Bangla News: আটকে থেকে প্রাণ গেল মেধাবী ছাত্রের! বাগুইআটিতে বাড়ির তলায় চাপা পড়ে সব শেষ

Last Updated:

Bangla News: বাড়ি সংস্কারের কাজ ঘিরেও উঠছে নানা প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বাগুইআটিতে তিনতলা বাড়ি ভেঙে বিপত্তি, ধ্বংসস্তুপ এর তলায় দীর্ঘক্ষণ চাপা পড়ে থেকে মৃত্যু হল মেধাবী ছাত্রের। জানা গিয়েছে বছর ১৮ মেধাবী ওই ছাত্রের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। বাগুইআটি থানা এলাকার বিধাননগর পৌর নিগমের ১৮ নম্বর ওয়ার্ড অশ্বিনীনগর এলাকায় এদিন এই কাণ্ড ঘিরেই গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।
ভেঙে পড়া বাড়ির অংশ
ভেঙে পড়া বাড়ির অংশ
advertisement

বাড়ি সংস্কারের কাজ ঘিরেও উঠছে নানা প্রশ্ন। জানা যায়, বছর ১৫ আগে তৈরি হয়েছিল এই বাড়ি। দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িটি। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়, তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে একতলার ঘরে বসে থাকা ধ্রুবজ্যোতির গায়ের উপর। সেই সময় অন্যত্র বাড়ি ভাড়া নেওয়ার খোঁজে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও মেজদা বলেও জানা গিয়েছে। ফলে ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুবজ্যোতি।

advertisement

আরও পড়ুন: হিরণের অভিযোগ, এবার নোটিস গেল তৃণমূল সাংসদ দেবের কাছে! সংরক্ষণ রাখতে হবে ‘সব’

এবারেই উচ্চমাধ্যমিকে প্রায় ৮০ শতাংশ নম্বর পেয়ে পাস করেছিল সে। এলাকায় মেধাবী পড়ুয়া হিসাবেই তাকে জানেন সকলে। ২০১৮ সালে বাবা মারা যাওয়ার পর, মা ও দাদার সঙ্গেই থাকত ধ্রুবজ্যোতি। এদিন ঘটনার পর দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল মেধাবী এই ছাত্র। অবশেষে দমকলের চেষ্টায় অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। যদিও ততক্ষণে সব শেষ, চিকিৎসকরা জানিয়ে দেন বেশ কিছু সময় আগেই মৃত্যু হয়েছে তার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িটির বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছিল।

advertisement

View More

তাই বাড়ি সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মণ্ডল পরিবার। তবে কয়েক দিন ধরে চলা একটানা বৃষ্টির জেরেই রাতে ঘটে এই বিপত্তি বলেই মনে করা হচ্ছে। ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ছেলে ধ্রুবজ্যোতিকে উদ্ধার করতেও প্রায় সাত ঘণ্টা সময় লেগে যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যদি তৎপরতার সঙ্গে কিছু সময় আগে উদ্ধার করা যেত তাহলে হয়তো বাঁচানো যেত সন্তানকে। ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে মণ্ডল পরিবার। তবে স্থানীয় পুরসভার তরফ থেকে বিপজ্জনক এই বাড়িতে থাকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলেও জানা যাচ্ছে। তবে সংস্কারের কাজ চালানোর ক্ষেত্রে কোন গাফিলতি ছিল কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন সহ উদ্ধারকারী দল। ঘটনা কি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—– Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আটকে থেকে প্রাণ গেল মেধাবী ছাত্রের! বাগুইআটিতে বাড়ির তলায় চাপা পড়ে সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল