এই কচ্ছপ এলাকায় কীভাবে এল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। সূত্রের খবর স্থানীয়রা নিত্যদিনের মত খালের পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ খালে একটি বিশালাকার ঢেউ দেখতে পায়। প্রথমে স্থানীয়রা সেটিকে বড় সাপ বলে সন্দেহ করেছিলেন।
আরও পড়ুন: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া
advertisement
পরে দেখা যায় সেটি কচ্ছপ। এরপর স্থানীয়রা জাল দিয়ে সেটিকে ডাঙায় তোলে। পরে খবর যায় কালীতলা আশুতি থানায়। সেখান থেকে পুলিশ কর্মীরা এসে এই কচ্ছপটিকে উদ্ধার করে বনদফতরের কর্মীদের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: আসল কিংপিন কে? পার্থর নামে ‘সব’ বলে দিলেন অর্পিতা! ইডি জানাল বিস্ফোরক তথ্য
সূত্রের খবর, এটি একটি ইন্ডিয়ান ন্যারো হেডেড সফটশেল টার্টেল। এরা সাধরণত মিষ্টি জলে থাকতে ভালোবাসে। তবে বজবজের এই এলাকায় আগে কোনোদিন এই ধরণের কচ্ছপ দেখা যায়নি।
এ নিয়ে স্থানীয় এক প্রত্যক্ষ্যদর্শী খোকন মণ্ডল জানান, প্রত্যেকদিনের মত খালের পাড় দিয়ে যেতে গিয়ে এই কচ্ছপটিকে তাঁরা দেখতে পান। কচ্ছপটিকে তাঁরাই জাল দিয়ে উপরে তোলেন। বর্তমানে কচ্ছপটিকে পুলিশ নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
—– নবাব মল্লিক