পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ৬০ নং জাতীয় সড়কের উপর কালিবাগিচা এলাকায় উদ্ধার হয় গাঁজা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ওড়িশার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় জোর সওয়াল বিকাশরঞ্জনের, সামনে আনলেন ‘প্রমাণ’! তুমুল চাঞ্চল্য
advertisement
পুলিশের নাকা চেকিং চলাকালীন কালিবাগিচা ৬০ নং জাতীয় সড়কের উপর একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎই পুলিশের পেট্রোলিং গাড়ি দেখতে পেয়ে, গাড়ি থেকে নেমে আরোহীরা দৌড় দিতে শুরু করে। বেলদা থানার পুলিশ ও বেলদা পুলিশ মহকুমা আধিকারিক শামীম বিশ্বাস জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিশেষ টিম মোতায়েন করেন।
আরও পড়ুন: বেনজির রেকর্ড গড়তে চলেছে বাঁকুড়া! চরম দুঃস্বপ্নের দিন আসছে, হবে অসম্ভব পরিস্থিতি
ঘিরে ফেলা হয় ওই প্রাইভেট গাড়িটিকে। তারপর গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। পুলিশের অনুমান গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। কে বা কারা মাদক দ্রব্য গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল, তার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।
—–Ranjan Chanda