TRENDING:

Bangla News: রাত তিনটে, পুলিশ দেখে গাড়ি ফেলে দৌড় ওদের! গাড়ির ভিতরে যা মিলল, সর্বনাশ!

Last Updated:

Bangla News: পুলিশের নাকা চেকিং চলাকালীন কালিবাগিচা ৬০ নং জাতীয় সড়কের উপর একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: রাত তিনটে, ঠিক ‌যেন হিন্দি সিনেমার দৃশ্য। পুলিশ দেখে প্রাইভেট গাড়ির দরজা খুলে দৌড় আরোহীদের। তারা দৌড়ে শেষ পালালেও উদ্ধার হয় গাঁজা সহ প্রাইভেট গাড়িটি। অভিযানে নেমে, ভোর ৩টে নাগাদ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল বেলদা থানার পুলিশ। প্রায় ১০ কেজি গাঁজা সহ বাজেয়াপ্ত একটি প্রাইভেট গাড়িও।
এ কী মিলল!
এ কী মিলল!
advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ৬০ নং জাতীয় সড়কের উপর কালিবাগিচা এলাকায় উদ্ধার হয় গাঁজা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ওড়িশার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: প্রাথমিকের চাকরি বাতিল মামলায় জোর সওয়াল বিকাশরঞ্জনের, সামনে আনলেন ‘প্রমাণ’! তুমুল চাঞ্চল্য

advertisement

পুলিশের নাকা চেকিং চলাকালীন কালিবাগিচা ৬০ নং জাতীয় সড়কের উপর একটি প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎই পুলিশের পেট্রোলিং গাড়ি দেখতে পেয়ে, গাড়ি থেকে নেমে আরোহীরা দৌড় দিতে শুরু করে। বেলদা থানার পুলিশ ও বেলদা পুলিশ মহকুমা আধিকারিক শামীম বিশ্বাস জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিশেষ টিম মোতায়েন করেন।

advertisement

আরও পড়ুন: বেনজির রেকর্ড গড়তে চলেছে বাঁকুড়া! চরম দুঃস্বপ্নের দিন আসছে, হবে অসম্ভব পরিস্থিতি

ঘিরে ফেলা হয় ওই প্রাইভেট গাড়িটিকে। তারপর গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। পুলিশের অনুমান গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। কে বা কারা মাদক দ্রব্য গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল, তার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

advertisement

—–Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রাত তিনটে, পুলিশ দেখে গাড়ি ফেলে দৌড় ওদের! গাড়ির ভিতরে যা মিলল, সর্বনাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল