Bangla News: বেনজির রেকর্ড গড়তে চলেছে বাঁকুড়া! চরম দুঃস্বপ্নের দিন আসছে, হবে অসম্ভব পরিস্থিতি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bangla News: অসম্ভব দুঃস্বপ্নময় দুর্দিন আগত বাঁকুড়া জেলায়। সাম্প্রতিক ৪৫ থেকে ৪৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল সর্বোচ্চ তাপমাত্রা। সব থেকে গরম স্থানগুলির গুলির মধ্যে অন্যতম ছিল বাঁকুড়া।
তপ্ত দাবদাহে পুড়ছে বাঁকুড়া জেলা। আবারও তাপমাত্রা পেরিয়ে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমলেও আগামী সপ্তাহে বাঁধ মানবে না পারদ। পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রির কাছাকাছি। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
advertisement
আগামী কয়েক দিন মোকার প্রভাব না পড়লে ঝড়-বৃষ্টি সম্ভাবনা নেই বাঁকুড়া জেলায়। অর্থাৎ বাড়তেই থাকবে তাপমাত্রা এবং কমতে থাকবে আর্দ্রতার পরিমাণ। শুধুমাত্র সূর্যের দাবদাহ ছাড়াও শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। সকাল নটা বাজতে না বাজতেই বাইরে বের হওয়া অসহ্য হয়ে পড়েছে। থেকেও মিলছে না গরম হাওয়া থেকে রেহাই।
advertisement
advertisement
আজ সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ১৩ মিনিটে। প্রচন্ড সূর্যের তাপের সঙ্গে বাঁকুড়ার বায়ুমন্ডলে প্রবেশ করবে অত্যাধিক অতিবেগুনি রশ্মি। সারাদিন পশ্চিম থেকে পূর্বে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে গরম বাতাস। বাতাসে আর্দ্রতার পরিমাণ মাত্র ৪১ শতাংশ নেমে গেছে।
advertisement
advertisement