Bangla News: বেনজির রেকর্ড গড়তে চলেছে বাঁকুড়া! চরম দুঃস্বপ্নের দিন আসছে, হবে অসম্ভব পরিস্থিতি

Last Updated:
Bangla News: অসম্ভব দুঃস্বপ্নময় দুর্দিন আগত বাঁকুড়া জেলায়। সাম্প্রতিক ৪৫ থেকে ৪৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল সর্বোচ্চ তাপমাত্রা। সব থেকে গরম স্থানগুলির গুলির মধ্যে অন্যতম ছিল বাঁকুড়া।
1/7
তপ্ত দাবদাহে পুড়ছে বাঁকুড়া জেলা। আবারও তাপমাত্রা পেরিয়ে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমলেও আগামী সপ্তাহে বাঁধ মানবে না পারদ। পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রির কাছাকাছি। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
তপ্ত দাবদাহে পুড়ছে বাঁকুড়া জেলা। আবারও তাপমাত্রা পেরিয়ে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমলেও আগামী সপ্তাহে বাঁধ মানবে না পারদ। পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রির কাছাকাছি। (প্রতিবেদন: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/7
 অসম্ভব দুঃস্বপ্নময় দুর্দিন আগত বাঁকুড়া জেলায়। সাম্প্রতিক ৪৫ থেকে ৪৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল সর্বোচ্চ তাপমাত্রা। সব থেকে গরম স্থানগুলির গুলির মধ্যে অন্যতম ছিল বাঁকুড়া। তবে পূর্বাভাস বলছে সব রেকর্ড ভেঙে দেবে বাঁকুড়া জেলা, উষ্ণতার পারদ চড়তে পারে ৫০-এর কাছাকাছি।
অসম্ভব দুঃস্বপ্নময় দুর্দিন আগত বাঁকুড়া জেলায়। সাম্প্রতিক ৪৫ থেকে ৪৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল সর্বোচ্চ তাপমাত্রা। সব থেকে গরম স্থানগুলির গুলির মধ্যে অন্যতম ছিল বাঁকুড়া। তবে পূর্বাভাস বলছে সব রেকর্ড ভেঙে দেবে বাঁকুড়া জেলা, উষ্ণতার পারদ চড়তে পারে ৫০-এর কাছাকাছি।
advertisement
3/7
 আগামী কয়েক দিন মোকার প্রভাব না পড়লে ঝড়-বৃষ্টি সম্ভাবনা নেই বাঁকুড়া জেলায়। অর্থাৎ বাড়তেই থাকবে তাপমাত্রা এবং কমতে থাকবে আর্দ্রতার পরিমাণ। শুধুমাত্র সূর্যের দাবদাহ ছাড়াও শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। সকাল নটা বাজতে না বাজতেই বাইরে বের হওয়া অসহ্য হয়ে পড়েছে। থেকেও মিলছে না গরম হাওয়া থেকে রেহাই।
আগামী কয়েক দিন মোকার প্রভাব না পড়লে ঝড়-বৃষ্টি সম্ভাবনা নেই বাঁকুড়া জেলায়। অর্থাৎ বাড়তেই থাকবে তাপমাত্রা এবং কমতে থাকবে আর্দ্রতার পরিমাণ। শুধুমাত্র সূর্যের দাবদাহ ছাড়াও শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। সকাল নটা বাজতে না বাজতেই বাইরে বের হওয়া অসহ্য হয়ে পড়েছে। থেকেও মিলছে না গরম হাওয়া থেকে রেহাই।
advertisement
4/7
শরীরের উন্মুক্ত অংশগুলিতে যেন ছেঁকা লাগছে। খোলা রাস্তা রোদে পড়ে উত্তপ্ত হয়ে ছড়াচ্ছে তাপ। যেন গনগনে উনুনের মধ্যে বসবাস করছে বাঁকুড়ার সাধারণ মানুষ। দিনের চিত্রটা ভয়ংকর হলেও রাতেও মিলছে না রেহাই। মধ্যরাত্রি পর্যন্ত অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম।
শরীরের উন্মুক্ত অংশগুলিতে যেন ছেঁকা লাগছে। খোলা রাস্তা রোদে পড়ে উত্তপ্ত হয়ে ছড়াচ্ছে তাপ। যেন গনগনে উনুনের মধ্যে বসবাস করছে বাঁকুড়ার সাধারণ মানুষ। দিনের চিত্রটা ভয়ংকর হলেও রাতেও মিলছে না রেহাই। মধ্যরাত্রি পর্যন্ত অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম।
advertisement
5/7
আজ সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ১৩ মিনিটে। প্রচন্ড সূর্যের তাপের সঙ্গে বাঁকুড়ার বায়ুমন্ডলে প্রবেশ করবে অত্যাধিক অতিবেগুনি রশ্মি। সারাদিন পশ্চিম থেকে পূর্বে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে গরম বাতাস। বাতাসে আর্দ্রতার পরিমাণ মাত্র ৪১ শতাংশ নেমে গেছে।
আজ সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ১৩ মিনিটে। প্রচন্ড সূর্যের তাপের সঙ্গে বাঁকুড়ার বায়ুমন্ডলে প্রবেশ করবে অত্যাধিক অতিবেগুনি রশ্মি। সারাদিন পশ্চিম থেকে পূর্বে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে গরম বাতাস। বাতাসে আর্দ্রতার পরিমাণ মাত্র ৪১ শতাংশ নেমে গেছে।
advertisement
6/7
আবারো শুষ্ক গরমের দিকে এগিয়ে চলেছে বাঁকুড়া জেলা। বাঁকুড়ার বায়ুর গুণগত মান ১৪১। পূর্বাভাস অনুযায়ী আরও ভয়ংকর গরম পড়তে চলেছে বাঁকুড়া জেলায়। বৃষ্টি না হলে একপ্রকার থমকে যেতে পারে জনজীবন। খেটে খাওয়া মানুষের বন্ধ হয়ে যেতে পারে জীবিকা।
আবারো শুষ্ক গরমের দিকে এগিয়ে চলেছে বাঁকুড়া জেলা। বাঁকুড়ার বায়ুর গুণগত মান ১৪১। পূর্বাভাস অনুযায়ী আরও ভয়ংকর গরম পড়তে চলেছে বাঁকুড়া জেলায়। বৃষ্টি না হলে একপ্রকার থমকে যেতে পারে জনজীবন। খেটে খাওয়া মানুষের বন্ধ হয়ে যেতে পারে জীবিকা।
advertisement
7/7
স্বভাবতই বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক গরমে বেলা বাড়ার পর খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হতে বারণ করছেন। যদিও খুবই প্রয়োজন যদি বের হতেই হয়, তাহলে শরীরের চোখ মুখ ঢেকে বের হওয়ার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বভাবতই বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক গরমে বেলা বাড়ার পর খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হতে বারণ করছেন। যদিও খুবই প্রয়োজন যদি বের হতেই হয়, তাহলে শরীরের চোখ মুখ ঢেকে বের হওয়ার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement