আরও পড়ুনঃ ৯৯% মানুষেই জানেন না ‘সঠিক’ উত্তর! বলুন তো টম্যাটোর বাংলা কী?
বিজ্ঞানের দ্বারা ক্রমশ উন্নতি চিকিৎসা ক্ষেত্রে। তবে, আধুনিক উন্নত চিকিৎসা পরিষেবা ব্যয়বহুল। ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পক্ষে অনেক ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। সাধারণ শারীরিক সমস্যা নিরাময়েও সঠিক চিকিৎসা পরিষেবা পায় না অর্থনৈতিক অভাবের কারণে। বহু গ্রাম রয়েছে যেখানে সামান্য অসুখে সময়ে ডাক্তারি পরিষেবা না পেয়ে ছোট্ট সমস্যা বৃহৎ আকার ধারণ করছে। সেইসব গ্রামের মানুষের কথা ভেবে গঙ্গাধরপুর ভারত সেবাশ্রম সোঙ্ঘ সাধারণ মানুষের জন্য মাত্র কুড়ি টাকার বিনিময়ে স্পেশ্যাল ডাক্তার দেখানোর সুযোগ করে দিয়েছে।
advertisement
বর্তমান সময়ে স্পেশ্যালিস্ট ডাক্তার দেখাতে ৪০০-৫০০ বা তারও বেশি খরচ করতে হয় মানুষকে। এই খরচ একাংশের মানুষের কাছে খুব সহজ মনে হলেও। একাংশের মানুষ এই টাকা জোগাড় করতেই মাসের পর মাস অপেক্ষা করছে। এর ফলে সামান্য শারীরিক সমস্যা বৃহৎ আকার ধারণ করে। আরও বেশি বিপদের মুখে পড়েন। সেই সমস্ত মানুষের কথা ভেবে পাঁচলা গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘে গত প্রায় তিন বছর মাত্র কুড়ি টাকার কুপনের বিনিময়ে চিকিৎসা পরিষেবা।
পাঁচলা ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও ডোমজুড় সাঁকরাইল আমতা ও উলুবেড়িয়া বিভিন্ন ব্লক থেকে মানুষ পরিষেবা নিতে এখানে হাজির হয়। ২০ – ২৫ কিলোমিটার দূর থেকেও মানুষ আসে। এখানে পরিষেবা নিতে আসা মানুষ জানান, সাধারণত গরিব ঘরে পাস করা ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে বেশি খরচের জন্য। এখানে কম খরচে চিকিৎসকের পরামর্শ পাওয়া দারুন উপকারের।
আরও পড়ুনঃ গরমে ব্লাডসুগারের তাণ্ডব! এইভাবে রসুন খেলে ডায়াবেটিসের রফাদফা! মধুমেহ ঘায়েল ১০ দিনে
এক ডাক্তারবাবু জানান, মানুষকে খুব কম ওষুধে অসুখ সারানোর পরামর্শ দেয়া হয় এখানে। প্রথমত সাধনভাবে কিছু নিয়ম মেনে শরীর সুস্থ রাখার চেষ্টা করা হয়। গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের কর্মকর্তা গৌতম দাস জানান, ‘বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখানে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। সারা বছর বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা প্রদানের চেষ্টা করা হয় আশ্রমের পক্ষ থেকে। এই ডাক্তারি পরিষেবা ছাড়াও বাৎসরিক চোখের ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবং আগামী দিনে ফিজিওথেরাপি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’
রাকেশ মাইতি