TRENDING:

Howrah News: গ্রামের মানুষের ভরসা ২০ টাকায় চিকিৎসা! বিশেষজ্ঞ ডাক্তাররা দিচ্ছেন পরিষেবা

Last Updated:

Howrah News: এই চড়া মূল্যের বাজারে গ্রামের মানুষের ভরসা হয়ে উঠেছে ভারত সেবাশ্রম সঙ্ঘের, মাত্র ২০ টাকার বিনিময়ে মেডিসিন অর্থোপেডিক স্পেশালিস্ট ডাক্তারি পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মাত্র ২০ টাকার বিনিময়ে স্পেশালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ গ্রামে! আধুনিক এ যুগে বিজ্ঞানের ব্যবহারে চিকিৎসা ব্যবস্থা দারুন উন্নতি। বলা চলে চিকিৎসা ব্যবস্থায় অসাধ্যকে সাধন করছে বিজ্ঞান। এর ফলে মানব শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে মানবজাতির কল্যাণে বিজ্ঞানের অবদান অকল্পনীয়।
advertisement

আরও পড়ুনঃ ৯৯% মানুষেই জানেন না ‘সঠিক’ উত্তর! বলুন তো টম‍্যাটোর বাংলা কী?

বিজ্ঞানের দ্বারা ক্রমশ উন্নতি চিকিৎসা ক্ষেত্রে। তবে, আধুনিক উন্নত চিকিৎসা পরিষেবা ব্যয়বহুল। ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পক্ষে অনেক ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। সাধারণ শারীরিক সমস্যা নিরাময়েও সঠিক চিকিৎসা পরিষেবা পায় না অর্থনৈতিক অভাবের কারণে। বহু গ্রাম রয়েছে যেখানে সামান্য অসুখে সময়ে ডাক্তারি পরিষেবা না পেয়ে ছোট্ট সমস্যা বৃহৎ আকার ধারণ করছে। সেইসব গ্রামের মানুষের কথা ভেবে গঙ্গাধরপুর ভারত সেবাশ্রম সোঙ্ঘ সাধারণ মানুষের জন্য মাত্র কুড়ি টাকার বিনিময়ে স্পেশ‍্যাল ডাক্তার দেখানোর সুযোগ করে দিয়েছে।

advertisement

বর্তমান সময়ে স্পেশ‍্যালিস্ট ডাক্তার দেখাতে ৪০০-৫০০ বা তারও বেশি খরচ করতে হয় মানুষকে। এই খরচ একাংশের মানুষের কাছে খুব সহজ মনে হলেও। একাংশের মানুষ এই টাকা জোগাড় করতেই মাসের পর মাস অপেক্ষা করছে। এর ফলে সামান্য শারীরিক সমস্যা বৃহৎ আকার ধারণ করে। আরও বেশি বিপদের মুখে পড়েন। সেই সমস্ত মানুষের কথা ভেবে পাঁচলা গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘে গত প্রায় তিন বছর মাত্র কুড়ি টাকার কুপনের বিনিময়ে চিকিৎসা পরিষেবা।

advertisement

View More

পাঁচলা ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও ডোমজুড় সাঁকরাইল আমতা ও উলুবেড়িয়া বিভিন্ন ব্লক থেকে মানুষ পরিষেবা নিতে এখানে হাজির হয়। ২০ – ২৫ কিলোমিটার দূর থেকেও মানুষ আসে। এখানে পরিষেবা নিতে আসা মানুষ জানান, সাধারণত গরিব ঘরে পাস করা ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে বেশি খরচের জন্য। এখানে কম খরচে চিকিৎসকের পরামর্শ পাওয়া দারুন উপকারের।

advertisement

আরও পড়ুনঃ গরমে ব্লাডসুগারের তাণ্ডব! এইভাবে রসুন খেলে ডায়াবেটিসের রফাদফা! মধুমেহ ঘায়েল ১০ দিনে

এক ডাক্তারবাবু জানান, মানুষকে খুব কম ওষুধে অসুখ সারানোর পরামর্শ দেয়া হয় এখানে। প্রথমত সাধনভাবে কিছু নিয়ম মেনে শরীর সুস্থ রাখার চেষ্টা করা হয়। গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের কর্মকর্তা গৌতম দাস জানান, ‘বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখানে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। সারা বছর বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা প্রদানের চেষ্টা করা হয় আশ্রমের পক্ষ থেকে। এই ডাক্তারি পরিষেবা ছাড়াও বাৎসরিক চোখের ক্যাম্প অনুষ্ঠিত হয়। এবং আগামী দিনে ফিজিওথেরাপি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: গ্রামের মানুষের ভরসা ২০ টাকায় চিকিৎসা! বিশেষজ্ঞ ডাক্তাররা দিচ্ছেন পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল