আরও পড়ুনঃ হঠাৎ আবার কী হল! ২১ পাকিস্তানি নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দরে জাহাজ! তড়িঘড়ি যা করা হল…
জানা যাচ্ছে, শিয়ালদহ গামী ওই বনগাঁ লোকালের শেষের দিকের কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায়। তীব্র ঝাকুনি অনুভব করেন যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রেনের গেটের সামনেই নিত্যযাত্রীরা অপেক্ষা করছিলেন প্ল্যাটফর্মে নামবেন বলে। স্টেশনেও ঢুকে গিয়েছিল ট্রেনটি। সেই সময় হঠাৎ ঘটে এই বিপত্তি। মুহূর্তেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় ঘটনাস্থলে। খবর পেয়েই, ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটিকে ঠিক করে, শিয়ালদহের দিকে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ শনিদেবের কুদৃষ্টি আপনার উপর পড়েছে? এই দোষের প্রতিকার আছে নিজের হাতেই, কী করতে হবে জানুন
তবে, দমদম গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ায়, ১, ২, ৩ নম্বর স্টেশন এবং ৫ নম্বর প্লাটফর্মকে ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হয় রেলের তরফে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় কুড়ি মিনিটের মত সময় সমস্যা তৈরি হয়েছে বলেই রেলের তরফে জানানো হয়। বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলেই দাবি রেলের। এভাবে ব্যস্ত সময়ের বনগাঁ লোকাল লাইনচ্যুত হওয়ায়, রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা।
Rudra Narayan Roy