রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকী ছবি রয়েছে যেখানে ফুটে উঠেছে বিশ্ব কবিরলেখা বিভিন্ন জনপ্রিয় পংক্তি, এবং সেই পঙক্তির মাধ্যমে ফুটে উঠেছে বিশ্বকবির অবয়ব। এছাড়াও, পেন্সিল স্কেচ এর মাধ্যমে সত্যজিৎ রায়ের \”আইকনিক\” ক্যামেরায় চোখ লাগানো ছবিটি এঁকে নজর কেড়েছেএই মেয়ে।
আরও পড়ুন: একাধিক হনুমানের অস্বাভাবিক মৃত্যু, ঠিক কী ঘটছে? চাঞ্চল্য হাওড়ার গোবিন্দপুরে
advertisement
রং তুলির সাহায্যে ছবি এঁকে তাক লাগাচ্ছে ছাতনার বাসুলি বালিকা বানীপিঠের নবম শ্রেণীর ছাত্রী সুমেধা ঘোষাল। ছোট থেকেই ছবি আঁকার প্রতি ভালোলাগা ভালোবাসা সুমেধার। সত্যজিৎ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শহর কলকাতা, দেব দেবীদের ছবি। দীর্ঘ নয় বছর ধরে ছবি আঁকার চর্চা চালিয়ে যাচ্ছে সে, পরবর্তীতে ছবি আঁকা নিয়েই এগিয়ে যেতে চায় ছাতনার সুমেধা।
আরও পড়ুন: শীতের আমেজের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে? আলিপুরের মেগা আপডেট
মানুষ আঁকতে ভালোবাসে। মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসব শিল্পময়ী প্রকাশই ছবি আঁকা। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরানো ছবি আবিষ্কার হয় স্পেনে। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্পেনের আলতামিরা নামক একটি গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। তবে মানুষের ছবি আঁকার অভ্যাস বহু পুরানো হলেও দিন যত যাচ্ছে মানুষের ততই ছবি আঁকার ইচ্ছে ভালোবাসা বেড়েছে। ছবি আঁকার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের। বিশেষ করে বাঁকুড়ার পড়ুয়াদের।
নীলাঞ্জন ব্যানার্জী