Weather: শীতের আমেজের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে? আলিপুরের মেগা আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Weather Forecast: উত্তর থেকে দক্ষিণে বিরাজ করছে শীত। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। শীতের আমেজ এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্যের পার্বত্য অঞ্চলের জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা।
*কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। প্রতিদিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী। কলকাতার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও শীতের অনুভূতি বেশি। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলের জেলা দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
*রাজ্যজুড়ে শীতের মনোরম আবহাওয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে. দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের থাবা পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ সর্বত্রই শীতের আমেজ। ফাইল ছবি।
advertisement
*পুরুলিয়া জেলার তাপমাত্রা সব থেকে কম। ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে পুরুলিয়া জেলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও শীতের আমেজ বর্তমান। এই জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্টে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*২৫ নভেম্বর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সকালের দিকে কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উত্তরে হাওয়া বইছে। সোমবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬.১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। আগামী ৪-৫ দিন তাপমাত্রার খুব বেশি হেরফের হচ্ছে না। ফলে শীতের আমেজ বজায় থাকবে। সপ্তাহান্তে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।