Howrah News: একাধিক হনুমানের অস্বাভাবিক মৃত্যু, ঠিক কী ঘটছে? চাঞ্চল্য হাওড়ার গোবিন্দপুরে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সংক্রমণ নাকি বিষক্রিয়া? উদ্বিগ্ন পরিবেশ ও পশুপ্রেমীরা
হাওড়া: পরপর পড়ে হনুমানের নিথর দেহ! হনুমানের তাণ্ডব নয়, সাতসকালে একাধিক হনুমানের মৃতদেহ…সংক্রমণ নাকি বিষক্রিয়া? উদ্বিগ্ন পরিবেশ ও পশুপ্রেমীরা। হনুমানের দেহে যক্ষার নমুণা পাবার খবর ছড়িয়েছিল বেশ কিছুদিন আগে । এই ঘটনা কি সেরকমই কোনও সংক্রমনের কারণ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? তা স্পষ্ট করতেই মৃতদেহ পরীক্ষার দাবি পরিবেশপ্রেমীদের।
মাঝেমধ্যেই সামনে আসে হনুমানের তাণ্ডবলীলার খবর। হনুমানের দল কোথাও শস্য খেত উৎখাত করছে, কোথাও গৃহস্থ বাড়ির রান্নায় থাবা বসিয়েছে আবার কোথাও দোকান থেকে চানাচুর-বিস্কুটের জার নিয়ে পালিয়েছে। হনুমানেদের নিয়ে সাধারণ মানুষের ভুরিভুরি অভিযোগ! কয়েকদিন আগে হাওড়ার পাঁচলা বিকিহাকোলা এলাকায় হনুমানের আক্রমণে একাধিক মানুষ আহত, রক্তাক্ত হয়। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। কিন্তু তারা বন্যপ্রাণীদের উপর আক্রমণ বা কোনওরকম উগ্র মনোভাব না দেখিয়ে। বনদফতরের সহযোগিতার আবেদন জানান। তারপর বনদফতর ‘খুনি’ হনুমানটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করে। এমন ঘটনা গত কয়েক বছরে, জেলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে।
advertisement
সোমবার গোবিন্দপুর নলদা এলাকায় পরপর ২ হনুমানের মৃতদেহ দেখতে পাওয়া যায়। জানা যায়, কয়েকদিন আগে একসঙ্গে চারটি হনুমানের মৃতদেহ দেখা যায়। ঘটনার খবর পাওয়ার পর তৎপর হয় ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছয় সংগঠনের সদস্য সৌরভ দত্ত। খবর দেওয়া হয় বনদফতরে। বিকেলে বন কর্মীরা মৃত হনুমানের দেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: একাধিক হনুমানের অস্বাভাবিক মৃত্যু, ঠিক কী ঘটছে? চাঞ্চল্য হাওড়ার গোবিন্দপুরে