TRENDING:

South Dinajpur News : সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ভূমি দফতরের বড়সড় পর্দা ফাঁস জেলায়

Last Updated:

শুধু চলতি বছরেরই নয়, মোট সাড়ে চার বছরের তথ্য ঘাঁটবে বিশেষ অডিট টিম। আর এই স্পেশাল অডিট টিমের আসার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক কাজ করছে বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : কম টাকার রাজস্ব পোর্টালে জমা করেও, বেশি টাকার লেনদেনের অভিযোগ। অভিযোগ, চালান বিকৃত করে দিনের পর দিন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চলেছে বালুরঘাট ভূমি ও ভূমি সংস্কার দফতর। আসলে কোনও মামলায় যে পরিমাণ রাজস্ব সরকারের ঘরে যাওয়ার কথা ছিল, তা বাস্তবে যায়নি। গত প্রায় পাঁচ বছর ধরে কয়েকশো কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, এমন কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত দফতরের আধিকারিক থেকে সাধারণ কর্মীরা। সম্প্রতি রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে ডিপার্টমেন্টাল অডিটে প্রাথমিকভাবে এই ত্রুটি নজরে আসে। আর এর পরেই নবান্ন থেকে এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বালুরঘাটে তদন্তে আসছে অর্থ দফতরের স্পেশাল অডিটের প্রতিনিধি দল।
advertisement

জমির মিউটেশনের টাকা, ইটভাটা, অবৈধ পুকুর খনন বা অবৈধ মাটি পারাপারে জরিমানা ইত্যাদি নানা কাজের অর্থ রাজস্ব আকারে ভূমি ও ভূমি সংস্কার দফতরের মাধ্যমে রাজ্য অর্থ দফতরে জমা পড়ে। ২০২১ সাল পর্যন্ত সরকারকে এই টাকা দেবার ক্ষেত্রে ম্যানুয়ালি প্রথা চালু ছিল। কিন্তু তারপর থেকে এই প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলতে সরাসরি অর্থ দফতরের পোর্টালে গিয়ে কর অথবা জরিমানার টাকা জমা করে চালান দিয়ে আসতে হয়। এরপর ওই ম্যানুয়াল ফাইল এবং সরকারি পোর্টালের সঙ্গে মিলিয়ে দেখেই তবেই দফতরের আধিকারিকদের সেখানে সই করার কথা। কিন্তু বালুরঘাট ভূমি ও ভূমি সংস্কার দফতরে আধিকারিকদের সই থাকা কাগজ মেলাতে গিয়েই অভ্যন্তরীন অডিট টিমের কাছে ত্রুটি ধরা পড়েছে।

advertisement

আরও পড়ুন: ভাষা আন্দোলনের ডাক মমতার, বিজেপির ভাষা-সন্ত্রাসের বিরোধিতায় তৃণমূল নেত্রীর হাতিয়ার দেশের জাতীয় সঙ্গীত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যেভাবে সরকারি অনলাইন প্রক্রিয়াকেই হাতিয়ার করে এই চুরির ঘটনা ঘটেছে, তাতে ওই স্পেশাল অডিট এর পরে শাস্তির মুখে পড়তে হতে পারে অনেক আধিকারিক-কর্মীদের। শুধু চলতি বছরেরই নয়, মোট সাড়ে চার বছরের তথ্য ঘাঁটবে বিশেষ অডিট টিম। আর এই স্পেশাল অডিট টিমের আসার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক কাজ করছে বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News : সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ভূমি দফতরের বড়সড় পর্দা ফাঁস জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল