Mamata Banerjee on Bengali Language: ভাষা আন্দোলনের ডাক মমতার, বিজেপির ভাষা-সন্ত্রাসের বিরোধিতায় তৃণমূল নেত্রীর হাতিয়ার দেশের জাতীয় সঙ্গীত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee on Bengali Language: 'প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে', বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ তুলে মমতা বললেন, 'বাংলা থেকেই লেখা হয়েছে, জাতীয় সঙ্গীত'।
কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের টার্গেট ঠিক করে দিতে এবার প্রথম থেকেই একুশে জুলাইয়ের মঞ্চে বিধ্বংসী মেজাজে দেখা গেল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি বাংলা ভাষার উপর মোদি সরকারের সন্ত্রাসের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেন, ‘‘২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করুন। প্রতিবাদে নামুন। এ বার শুরু হল ভাষারক্ষার শপথ। ’’
মমতার দাবি, বাংলায় একের পর এক উন্নয়নে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। বাংলা জুড়ে কাজ হয়েছে। তাই বাংলাকে নিশানা করছে বিজেপি। মমতা বলেন, ‘‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’’ তিনি আরও বলেন, ‘‘দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’’
advertisement
আরও পড়ুন: ‘বাংলায় কথা বললে ওদের গায়ে এত জ্বালা কেন?’, তৃণমূল-বিজেপির পার্থক্য বুঝিয়ে সেই বাংলা-বিদ্বেষেই বিজেপিকে বিঁধলেন অভিষেক
মমতার দাবি, বাংলায় একের পর এক উন্নয়নে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। বাংলা জুড়ে কাজ হয়েছে। তাই বাংলাকে নিশানা করছে বিজেপি। মমতা বলেন, ‘‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’’ তিনি আরও বলেন, ‘‘দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: সব গুঞ্জনে ইতি, এরই নাম দিলীপ ঘোষ! ২১ জুলাই কোন মঞ্চে দেখা যাবে বিজেপি নেতাকে? বড় খবর দিলেন নিজেই
বাংলায় কথা বলার জন্য এত জনকে আটক করে রেখেছে! তালিকা তুলে ধরে বিজেপিকে নিশানা মমতার। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে, জাতীয় সঙ্গীত।’’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 2:11 PM IST