প্রতিমা ভাসান হয়নি, পুকুরের জলে ওটা কী ভাসছে? দশমীর দিনে ভয়ঙ্কর দৃশ্য! জাল ফেলতেই…
পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত…
হাওড়া শহর জুড়ে বর্তমান সময়ে দুর্গাপুজোয় থিমের হিড়িক। শহর থেকে শহরতলী ছোট বড় মাঝারি পুজো উদ্যোক্তাদের নানা সাজের মণ্ডপ। কয়েক মাস আগে থেকে শহরজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি। থিমের মধ্য দিয়ে দেশ-বিদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য উঠে আসে। মণ্ডপে মণ্ডপ থিম সাজের মধ্যে বাংলা গল্প সাহিত্যের নানা কাহিনী ফুটে ওঠে। এবার বিখ্যাত ‘ গুপী গাইন বাঘা বাইন ‘ গল্পের মোড়কে সেজে উঠেছে মণ্ডপ।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে শৈশব সুমঠো ফোনে বুঁদ হয়ে রয়েছে। সেই দিক থেকে শৈশবকে মুঠোফোন থেকে গল্প সাহিত্যের দিকে মুখ ফেরাতে এবং প্রবীণদের কাছে গুপী গাইন বাঘা বাইন এর মত বিখ্যাত গল্পগুলির রসদ পুনরায় মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে এই মণ্ডপ সজ্জা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ছোট-বড় সকলে এই মণ্ডপ দর্শনের প্রতি দারুণ আগ্রহ দেখায় বলে জানান পুজো উদ্যোক্তারা।