উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী, কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় তীব্র আকার ধারণ করেছে। নাগরিকদের অভিযোগ, গোটা বিষয়টি পুর প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এদিন তাই বাধ্য হয়ে টাকি রোডের উপর ট্যায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে পথ অবরোধ করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: এইভাবে বই পড়ার পুরনো অভ্যাস ফিরতে চলেছে
অবরোধকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরে সরবরাহ করা পানীয় জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই জল পান করে অনেকেই পেটের রোগে ভুগছেন। বারবার জানিয়ে কোনও ফল না হওয়ায় বাধ্য হয়ে এলিন পথ অবরোধ করেন। পথ অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। এই প্রসঙ্গে পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। যার জন্য মাঝেমধ্যে সমস্যায় পড়তে হচ্ছে। পাইপ ফেটে যাওয়ার কারণে অনেক সময় দূষিত জল সরবরাহ হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি ঠিক করার আশ্বাস দেন তিনি।
জুলফিকার মোল্যা