মুর্শিদাবাদ জেলার অন্যতম এই ব্যস্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন বহু স্কুলপড়ুয়া, সাধারণ মানুষ, অফিসযাত্রী, গাড়ি চালক এমনকি পর্যটকরাও যাতায়াত করেন। এই বেহাল রাস্তার কারণে তাঁরা সকলেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অথচ এই রাস্তা ধরেই স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাঙ্ক, কীরিটেশ্বরী মন্দির ও গ্রাম পঞ্চায়েত অফিসে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন: এবার জঙ্গলমহলে ‘ভাষা আন্দোলন’! ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা
advertisement
এই পরিস্থিতিতে এলাকাবাসীদের অভিযোগ, বড় বড় গর্তে পড়ে গাড়ির চাকা আটকে যাচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। এখানকার কীরিটেশ্বরী মন্দির বেশ বিখ্যাত পর্যটনকেন্দ্র। কিন্তু এই বেহাল রাস্তার কারণে পর্যটকের সংখ্যা কমছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত পর্যটকরাও। তাঁরা এই বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান। এদিকে পরিস্থিতি সামলাতে প্রশাসনের উদ্যোগে মাঝেমধ্যে ইট বা ভাঙা রাবিশ ফেলে রাস্তার গর্ত ভরাট করার চেষ্টা করা হয়। কিন্তু এসব সাময়িক উদ্যোগে বিশেষ কাজ হচ্ছে না। দু-এক দিনের মধ্যেই তা উঠে গিয়ে পুনরায় বিপজ্জনক হয়ে উঠছে রাস্তা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিষয়টি একাধিকবার পিডব্লিউডি’র নজরে আনা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তবে দ্রুত এই রাস্তার সংস্কার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।