CM Mamata Banerjee: এবার জঙ্গলমহলে 'ভাষা আন্দোলন'! ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা

Last Updated:

'ভাষা আন্দোলন' উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন। ওইদিন ঝাড়গ্রামেই থাকবেন

ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রাম, রাজু সিং: বীরভূমের পর এবার জঙ্গলমহলে ‘ভাষা আন্দোলনের’ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে আগামী বুধবার অর্থাৎ ৬ আগস্ট ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগেই গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি।
জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভাষা আন্দোলন উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন। ওইদিন ঝাড়গ্রামেই থাকবেন। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন।
আর‌ও পড়ুন: ওদের হাতের কাজ দেখলে পার্থক্য করতে পারবেন না! পুরোটা জানলে মন ছুঁয়ে যাবে
মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচি উপলক্ষে সেজে উঠছে জঙ্গল নগরি ঝাড়গ্রাম। শহরের পাঁচ মাথার মোড়ে জোরকদমে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ তৈরির কাজ। পাশাপাশি সেজে উঠছে ঘোড়াধরা স্টেডিয়াম। এদিকে সম্প্রতি ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় মাওবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে খবর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।
advertisement
advertisement
আর‌ও পড়ুন: বাংলাকে ডোবানোর চক্রান্ত – মমতার ভয়ানক তোপ, আজ সরেজমিনে খতিয়ে দেখবেন আরামবাগ, খানাকুল
ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে দলীয় কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক নানা কর্মসূচিতেও অংশ নেবেন। তাই নিরাপত্তায় কোন‌ও ফাঁক ফোকর রাখতে চাইছে না প্রশাসন। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের। তারাও নানান উদ্যোগ নিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CM Mamata Banerjee: এবার জঙ্গলমহলে 'ভাষা আন্দোলন'! ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement