CM Mamata Banerjee: এবার জঙ্গলমহলে 'ভাষা আন্দোলন'! ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা
- Published by:
- local18
Last Updated:
'ভাষা আন্দোলন' উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন। ওইদিন ঝাড়গ্রামেই থাকবেন
ঝাড়গ্রাম, রাজু সিং: বীরভূমের পর এবার জঙ্গলমহলে ‘ভাষা আন্দোলনের’ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে আগামী বুধবার অর্থাৎ ৬ আগস্ট ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগেই গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জোরকদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি।
জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভাষা আন্দোলন উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন। ওইদিন ঝাড়গ্রামেই থাকবেন। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন।
আরও পড়ুন: ওদের হাতের কাজ দেখলে পার্থক্য করতে পারবেন না! পুরোটা জানলে মন ছুঁয়ে যাবে
মুখ্যমন্ত্রীর এই জোড়া কর্মসূচি উপলক্ষে সেজে উঠছে জঙ্গল নগরি ঝাড়গ্রাম। শহরের পাঁচ মাথার মোড়ে জোরকদমে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চ তৈরির কাজ। পাশাপাশি সেজে উঠছে ঘোড়াধরা স্টেডিয়াম। এদিকে সম্প্রতি ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় মাওবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে খবর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: বাংলাকে ডোবানোর চক্রান্ত – মমতার ভয়ানক তোপ, আজ সরেজমিনে খতিয়ে দেখবেন আরামবাগ, খানাকুল
ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে দলীয় কর্মসূচির পাশাপাশি প্রশাসনিক নানা কর্মসূচিতেও অংশ নেবেন। তাই নিরাপত্তায় কোনও ফাঁক ফোকর রাখতে চাইছে না প্রশাসন। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের। তারাও নানান উদ্যোগ নিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 2:15 PM IST