এর আগে এপ্রিলের গোড়ায় হরিয়ানার সাই স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ট্রায়ালে ভারতের বিভিন্ন রাজ্যের ২৫০ জন প্রতিযোগীর মধ্যে থেকে আয়ুশ ভারতীয় দলে সাব জুনিয়র বিভাগে দলগত এবং ব্যক্তিগত বিভাগে নিজের জায়গা করে নেয়। প্রতিযোগিতায় মালয়েশিয়া, ইরান, জাপান, ভিয়েতনাম-সহ ২১টি অংশগ্রহণকারী দেশের প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের দু’টি বিভাগেই সোনা জিতেছে সে।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের ফল বেরোতেই শোকের ছায়া নেমে এল ঘাটালে, ফাঁকা বাড়িতে মর্মান্তিক পরিণতি ছাত্রের
নবদ্বীপ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের রানিরচড়ার বাসিন্দা আয়ুশ। তার বাবা ভোলানাথ ভৌমিক সামান্য সেলাইয়ের কাজ করেন। আর্থিক অনটনের মধ্যেও ছেলের অনুশীলনে আঁচ লাগতে দেন না মা পিঙ্কি ভৌমিক। ইতিমধ্যে রাজ্যের হয়ে খেলো ইন্ডিয়া, ন্যাশনাল স্কুল গেমসে একাধিক বার সফল হয়েছে সে। এই মুহূর্তে আয়ুশ দু’জনের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। ত্রিবেণীর স্বপ্না পালের কাছে সপ্তাহে দু’দিন যেতে হয় এবং ভিয়েতনাম থেকে সৌমেন দাস বড় প্রতিযোগিতার আগে অনলাইন প্রশিক্ষণ দেন। আয়ুশের বাবা ভোলানাথ ভৌমিক বলেন, যদি সরকারি ভাবে কিছু সহায়তা পাওয়া যেত, তা হলে আয়ুশ আরও সাফল্য পেতে পারত।
আরও পড়ুন: ‘নাতি আমার স্বপ্ন পূরণ করল’! খুশিতে ভাসছেন মাধ্যমিকে সপ্তম দেবার্ঘ্যের ঠাকুমা
বাইরে কোথাও যেতে হলেই অনুশীলন বন্ধ রেখে লোকের দরজায় সাহায্যের হাত পাততে হয়। নেই আধুনিক অনুশীলনের সরঞ্জামও।” মে মাসে ফের খেলো ইন্ডিয়ায় অংশ নিতে যাচ্ছে আয়ুশ। প্রশিক্ষকদের মতে, যত বেশি প্রতিযোগিতায় অংশ নেবে সে, জাপানের প্রস্তুতি ততই মজবুত হবে।
আয়ুশের সাফল্য—–
২০২৩ ‘খেলো ইন্ডিয়া’য়
ব্রোঞ্জ পদক।
২০২৪ জাতীয় যোগাসনে একটি সোনা, দুটি রুপোর পদক।
২০২৪ জাতীয় স্কুল গেমসে একটা করে সোনা, রুপো, ব্রোঞ্জ।
২০২৫ জাতীয় স্কুল গেমসে একটিসোনা, একটিরুপো।
সেরার সেরা পদক
২০২৫ এশিয়ান যোগাসন
চ্যাম্পিয়নশিপে দুটি সোনার পদক।
Mainak Debnath