Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল বেরোতেই শোকের ছায়া নেমে এল ঘাটালে, ফাঁকা বাড়িতে মর্মান্তিক পরিণতি ছাত্রের

Last Updated:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঋতম পড়াশোনায় যথেষ্টই ভাল ছিল৷ কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ার কারণেই ঋতম এই চরম সিদ্ধান্ত নেয় বলে মনে করা হচ্ছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল: মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই মর্মান্তিক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে৷ পরীক্ষার ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বাড়িতেই আত্মঘাতী হল মাধ্যমিক পরীক্ষার্থী৷
জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর নাম ঋতম ঘোষ৷ ঘাটালের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিল ঋতম৷ খাড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া ছিল ঋতম৷ মাধ্যমিকে ৩৪৭ নম্বর পায় সে৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঋতম পড়াশোনায় যথেষ্টই ভাল ছিল৷ কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ার কারণেই ঋতম এই চরম সিদ্ধান্ত নেয় বলে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
এ দিন বাড়িতে একাই ছিল ঋতম৷ কর্মসূত্রে ঋতমের বাবা কলকাতায় থাকেন৷ তার মা একটি অনুষ্ঠানে যোগ দিতে ঋতমের মামাবাড়িতে গিয়েছিলেন৷ ইন্টারনেটে পরীক্ষার ফল দেখে ঋতম৷ এর পরেই হতাশ হয়ে পড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে৷
স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়েই ঋতমের বাড়ি গিয়ে তার দেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
advertisement
সত্তর দিনের মাথায় আজই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল৷ ২০২৫-এর মেধা তালিকায় ১০ তম স্থান পর্যন্ত ৬৬ জন আছেন। প্রথম স্থানে- ১ জন। প্রথম হয়েছে অদৃত সরকার, উত্তর দিনাজপুরের। দ্বিতীয় স্থানে- ২ জন। তৃতীয় স্থানে- ১ জন। চতুর্থ স্থানে- ২ জন।পঞ্চম স্থানে- ৪ জন। ষষ্ঠ স্থানে- ৫ জন। সপ্তম স্থানে-৫ জন। অষ্টম স্থানে- ১৬ জন। নবম স্থানে- ১৪ জন। দশম-১৬ জন।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Result 2025: মাধ্যমিকের ফল বেরোতেই শোকের ছায়া নেমে এল ঘাটালে, ফাঁকা বাড়িতে মর্মান্তিক পরিণতি ছাত্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement